মাযহাবের অনুসারী বিখ্যাত হাদীস বিশারদগণ
--------------------------------যারা হানাফী মাযহাবের অনুসারী ছিলেন -
--------------------------------
১. ইমাম ত্বহাবী (রহঃ)
২. ইমাম যাইলায়ী (রহঃ)
৩. আল্লামা আইনী (রহঃ)
৪. আল্লামা আলাবী (রহঃ)
৫. আল্লামা ইবনে বালবান (রহঃ)
৬. ইমাম আলমুত্তাকি আল-হিন্দি (রহঃ)
৭. মোল্লা আলী ক্বারী (রহঃ)
৮. শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিসে দেহলবী (রহঃ)
৯. শাহ আনওয়ার শাহ কাশ্মিরী (রহঃ)
১০. আব্দুল হাই লাখনবী (রহঃ)
১১. শায়খ যাকারিয়া কান্ধলবী (রহঃ)
উস্তাদ-ছাত্র সম্পর্কঃ
প্রসঙ্গতঃ উল্লেখ্য যে, বড় বড় মুহাদ্দিসগণ যারা
হাদীসের কিতাব রচনা করেছেন, তাদের প্রায়
সকলেই পরোক্ষভাবে ইমাম আবু হানীফা (রহঃ) এর
ছাত্র। হাদীস গ্রহণের ক্ষেত্রে এই উস্তাদ-ছাত্র
সম্পর্কের কয়েকটি নমুনা নিচে পেশ করা হল-
ইমাম আবু হানিফা (রহঃ)→ ইমাম আবু ইউসুফ (রহঃ) → বিখ্যাত মুহাদ্দিস ইয়াহ্ইয়া ইবনে মুঈন→
ইমাম বোখারী (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → ইমাম আবু ইউসুফ (রহঃ) → বিখ্যাত মুহাদ্দিস ইয়াহ্ইয়া ইবনে মুঈন→
ইমাম মুসলিম (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → ইমাম আবু ইউসুফ (রহঃ) → বিখ্যাত মুহাদ্দিস ইয়াহ্ইয়া ইবনে মুঈন→
ইমাম আবু দাউদ (রহঃ) → ইমাম নাসায়ী (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → ইমাম আবু ইউসুফ (রহঃ) → বিখ্যাত মুহাদ্দিস ইয়াহ্ইয়া ইবনে মুঈন→
বিখ্যাত মুহাদ্দিস আবু ইয়ালা (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → আব্দুল্লাহ ইবনে মুবারক (রহঃ) → মুহাদ্দিস ইয়াহ্ইয়া ইবনে আকছাম
(রহঃ) → ইমাম তিরমিযি (রহঃ) → ইমাম ইবনে মাজাহ (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → ইমাম মুহাম্মাদ (রহঃ) → ইমাম শাফেয়ী (রহঃ) → ইমাম আহমাদ
ইবনে হাম্বল (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → শায়েখ মুসঈর বিন কুদাম (রহঃ) → ইমাম বোখারী (রহঃ) → ইমাম
ইবনে খোজাইমা (রহঃ) → ইমাম দারে কুতনী (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → শায়েখ মুসঈর বিন কুদাম (রহঃ) → ইমাম বোখারী (রহঃ) → ইমাম ইবনে খোজাইমা→ ইমাম হাকেম (রহঃ) → ইমাম বাইহাকী (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → শায়েখ মক্কী বিন ইবরাহিম (রহঃ) → শায়েক আবু আওয়ানা (রহঃ) →ইমাম
তাবরানী (রহঃ)
ইমাম আবু হানীফা (রহঃ) → শায়েখ মক্কী বিন ইবরাহিম (রহঃ) → শায়েখ আবু আওয়ানা (রহঃ) →
ইবনে আদী (রহঃ)।
-----------------------------
যারা মালেকী মাযহাবের অনুসরণ করেছেন-
-----------------------------
১. আল্লামা ইবনু আব্দিল বার (রহঃ)
২. আল্লামা কাযী ইয়ায (রহঃ)
৩. ইবনুল মুনীর (রহঃ)
৪. ইবনে বাত্তাল (রহঃ)
৫. আল্লামা ইবনুল আরাবী (রহঃ)
৬. আল্লামা যারকানী (রহঃ)
যারা শাফেয়ী মাযহাবের অনুসরণ করেছেন-
------------------------------
১. ইমাম তিরমিযি (রহঃ)
২. আল্লামা ইবনে খোজাইমা (রহঃ)
৩. ইমাম দারে কুতনী (রহঃ)
৪. ইমাম হাকেম (রহঃ)
৫. ইমাম বাইহাকী (রহঃ)
৬. খতীবে বাগদাদী (রহঃ)
৭. ইমাম রওয়ানী (রহঃ)
৮. ইমাম ইবনে আসাকির (রহঃ)
৯. আল্লামা ইবনুস সালাহ (রহঃ)
১০. ইমাম নববী (রহঃ)
১১. ইমাম ইবনে জামাআ (রহঃ)
১২. আল্লামা ইবনে হাজার আসকালানী (রহঃ)
১৩. ইমাম সাখাবী (রহঃ)
১৪. জালালুদ্দিন সূয়ূতী (রহঃ)
যারা হাম্বলী মাযহাবের অনুসরণ করেছেন,
-----------------------------
১. ইমাম আবু দাউদ (রহঃ)
২. ইমাম নাসায়ী (রহঃ)
৩. ইমাম ইবনে মাজা (রহঃ)
৪. ইমাম দারিমী (রহঃ)
৫. আব্দুল্লাহ ইবনে আহমাদ (রহঃ)
৬. আল্লামা ইবনুল জাওযী (রহঃ)
৭. আল্লামা ইবনে রজব হাম্বলী (রহঃ)
৮. ইবনু আব্দিল হাদী (রহঃ)
মাযহাবের অনুসারী বিখ্যাত তাফসীরবিদগণ
---------------------------যারা হানাফী মাযহাব অনুসরণ করেছেন-
----------------------------
১. ইমাম জাছ্ছাস (রহঃ)
২. ইমাম আলুসী (রহঃ)
৩. ইমাম নাসাফী (রহঃ)
৪. কাযী সানাউল্লাহ পানিপতি (রহঃ)
যারা মালেকী মাযহাবের অনুসরণ করেছেন,
-----------------------------
১. আবু বকর ইবনুল আরাবী (রহঃ)
২. ইমাম কুরতুবী (রহঃ)
৩. ইমাম ইবনে আ’শূর (রহঃ)
যারা শাফেয়ী মাযহাবের অনুসরণ করেছেন,
-----------------------------
১. ইমাম বাগাবী (রহঃ)
২. ইবনে কাসীর (রহঃ)
৩. ইমাম বায়যাবী (রহঃ)
৪. জালালুদ্দিন সূয়ূতী (রহঃ)
৫. জালালুদ্দিন মহল্লী (রহঃ)
৬. ইমাম যারকাশী (রহঃ)
যারা হাম্বলী মাযহাবের অনুসরণ করেছেন,
----------------------------
১. ইবনুল যাওযী (রহঃ)
২. আল্লামা ইবনুল কাইয়্যিম (রহঃ)
মাযহাবের অনুসারী উসুলে ফিকাহের বিখ্যাত
ইমামগণ
------------------------------
যারা হানাফী মাযহাবের অনুসরণ করেছেন-
-----------------------------
১. আল্লামা ইবনুল হুমাম (রহঃ)
২. ইমাম সারাখসী (রহঃ)
৩. ইমাম বাযদবী (রহঃ)
৪. ইমাম শাশী (রহঃ)
৫. ইবনে আমীর আলহাজ্ব (রহঃ)
যারা মালেকী মাযহাবের অনুসরণ করেছেন-
---------------
১. ইবনুল হাজেব (রহঃ)
২. ক্বারাফী (রহঃ)
৩. ইবনুল আরাবী (রহঃ)
৪. ইমাম শাতবী (রহঃ)
যারা শাফেয়ী মাযহাবে অনুসরণ করেছেন-
------------------------------
১. ইমাম জুয়াইনি (রহঃ)
২. হুজ্জাতুল ইসলাম ইমাম গাজালী (রহঃ)
৩. আল্লামা আ’মাদী (রহঃ)
৪. আল্লামা রাযী (রহঃ)
৫. আল্লামা শিরাযী (রহঃ)
৬. আল্লামা ইবনুস সুবকি (রহঃ)
৭. জালাল আলমাহাল্লী (রহঃ)
যারা হাম্বলী মাযহাবের অনুসরণ করেছেন-
-----------------------------
১. ইবনে কুদামা (রহঃ)
২. ইবনুন নাজ্জার (রহঃ)
৩. আল্লামা ইবনে তাইমিয়া (রহঃ)
৪. ইবনুল কাইয়্যিম (রহঃ)
রাজনৈতিক ও ভৌগলিকভাবে মাযহাবের অনুসরণ
আমরা যদি ইসলামের রাজা-বাদশা ও
বিশ্বজয়ীদের দিকে লক্ষ করি, তবে দেখা যাবে তাদের সকলেই কোন কোন মাযহাবের অনুসারী
ছিলেন।
যারা হানাফী মাযহাবের অনুসরণ করেছেন-
-----------------------------
১. আব্বাসীয় খিলাফতকালে প্রায় ৫০০শ’ বছর যাবৎ
হানাফী মাযহাবের অনুসরণ করেন। তখন রাষ্ট্রীয়ভাবে হানাফী মাযহাব পালিত হত।
ইবনু আব্দিল বার (রহঃ) লিখেছেন-
ইমাম আবু ইউসুফ রহ.(ইমাম আবু হানীফা রহ. এর
বিশিষ্ট ছাত্র) আব্বাসীয় খলিফা, মাহদী, হাদী
এবং হারুনুর রশিদের সময়ে সমগ্র খিলাফতের
কাযীউল কুযাত (প্রধান বিচারপতি ছিলেন) ২. উসমানী খলিফাগণ দীর্ঘ সাড়ে ছয় শ’ বছর যাবৎ
হানাফী মাযহাবের অনুসরণ করেছেন।
৩. ভারত উপমহাদেশের প্রায় সকল সম্রাটরাই
হানাফী মাযহাবের অনুসারী ছিলেন। গজনী,
মামলুক, খলজী, সৈয়দ, লোদী, তুঘলক, মুঘল সকলেই
হানাফী মাযহাবের অনুসারী ছিলেন।
১. পূর্ব থেকে এখনও পৃথিবীর যে সমস্ত অঞ্চলে হানাফী মাযহাব অনুসরণ করা হয়-
--------------------------------
সুদান, মিশর, জর্দান, সিরিয়া, ইরাক, তুরস্ক,
উজবেকিস্তান, আলবেনিয়া, কাজাখস্তান,
তাজিকিস্তান, কিরগিজিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, চীন, তুরষ্ক, বলকান, আজারবাইজান,
ইইক্রেন, শাম, ইণ্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ,
আফগানিস্তান, আলবেনিয়া, বসনিয়া,
হার্জেগোভিনা মারিশাছ লিভান্ট ইত্যাদি।
২. যে সমস্ত অঞ্চলে মালেকী মাযহাব অনুসরণ করা
হয়-
-----------------------------
উত্তর আফ্রিকা, পশ্চিম আফ্রিকা, ইউনাইটেড আরব
আমীরাত, কুয়েত,সওদী আরবের কিছু অংশ, উমান,
লিবিয়া, নাইজেরিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া,
মরক্কো, পশ্চিম সাহারা, চাদ এবং মধ্যপ্রাচ্যের
বিভিন্ন রাষ্ট্রে মালেকী মাযহাব অনুসরণ করা হয়। ইউরোপে বিশেষভাবে স্পেনে মালেকী মাযহাবের
অনুসরণ করা হত।
৩. যে সমস্ত অঞ্চলে শাফেয়ী মাযহাব অনুসরণ করা
হয়-
------------------------------
দক্ষিণপূর্ব এশিয়া, উত্তরপূর্ব আফ্রিকা, মধ্যপ্রাচ্য এবং ভারত উপমহাদেশের কিছু অংশ।
৪. সওদী আরবে বিশেষভাবে হাম্বলী মাযহাব
অনুসরণ করা হয়ে থাকে।
আমরা এখানে যুগশ্রেষ্ঠ আলেমগণের যে সংখ্যা
উল্লেখ করেছি, এটি খুবই সামান্য। আলোচনা দীর্ঘ
হওয়ায় যুগশ্রেষ্ঠ অসংখ্য আলেমের নাম উল্লেখ করা হয়নি।
এ সম্পর্কে বিস্তারিত জানার জন্য মুহাদ্দিস,
মুফাসসির এবং ফকীহগণের জীবনীর উপর লেখা
গ্রন্থগুলো দেখা যেতে পারে। যেমন-
১. আল্লামা ইবনে খাল্লকািন (রহঃ) কর্তৃক রচিত
“ওফায়াতুল আ’য়ান”।
২. মিশর ওযারাতুল আওকাফ থেকে প্রকাশিত
“মাউসুআতুল আ’লাম”।
৩. আল-জাওয়াহিরুল মুজিয়্যা ফি তাবাকাতিল
হানাফিয়্যা, আব্দুল কাদের বিন মুহাম্মাদ বিন
মুহাম্মাদ (রহঃ)
৪. তাবাকাতুল ফুকাহা, আবু ইসহাক শিরাযী (রহঃ)
৫. তবাকাতুল হানাবেলা, আল্লামা ইবনু আবি
ইয়ালা।
৬. আদ-দিবাজুল মাযহাব ফি মা’রিফাতি আ’য়ানি
উলামিল মাযহাব। মালেকী মাযহাবের উলামায়ে
কেরামের জীবনীর উপর রচিত।
৭. তবাকাতুল শাফেয়ীয়া আলকুবরা, আল্লামা তাজুদ্দিন সুবকী (রহঃ)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন