© "জেনে রাখ! আল্লাহর বন্ধুদের কোন ভয় নেই, তারা দুঃখিতও হবে না।” (১০:৬২) © “যারা বিশ্বাস করে এবং সাবধানতা অবলম্বন করে।” (১০:৬৩) © “তাদের জন্য পার্থিব জীবনে ও পারলৌকিক জীবনে সুসংবাদ আছে। আল্লাহর বাণীর কোনো পরিবর্তন নেই, এটিই মহা সাফল্য।"(১০:৬৪) © "যে ব্যক্তি আমার অলীর সাথে শত্রুতা করে, আমি তার বিরোদ্ধে যুদ্ধ ঘোষণা করি।" Reference : ★ বুখারী শরিফঃ ৬৫০২ ★ মেশকাত শরীফ-১৯৭ পৃষ্ঠা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন