মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০১৫

জাবির (রা) এর হাদিসে নুর বিশ্লেষণ (পর্ব ১)


ওহাবী সালাফীরা এই হাদিসটিকে জাল প্রমান করার জন্য উঠেপড়ে লেগেছে তাই শুধু সনদ আর রেফারেন্স দিয়েই শেষ করি নি বরং উক্ত ১টা হাদিস এর প্রতি মুহাদ্দিসগনের পর্যালোচনা ব্যাক্ত করলাম কিতাবের স্ক্রীনশট সহ যাতে বাতিলের দল কোন মিথ্যাচার করতে না পারে আর।

Researched, Written & Edited by (MASUM BILLAH SUNNY)

এই পোস্ট টি করতে সাহায্য নিয়েছি wajahathossain blog, জামেয়া আহমাদিয়া সুন্নীয়া মাদ্রাসার কিছু লাইব্রেরী & ছাত্রদের থেকে ও মিনহাজুল কুরআন রিসার্চ সেন্টার এর একজন গবেষক এবং ইসলামিক ফাউন্ডেশন লাইব্রেরী তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপণ করছি।



Hadith E Noor of Jabir (RA) 
জাবির (রা) বর্নিত নুর সম্পর্কিত হাদিসটি :



এই কিতাবটি প্রায় দীর্ঘ ১১০০-১২০০ বছর আগের কিতাব। তাই খুবই দুর্লভ। যেমন : মুসনাদে ইমামে আজম " এই সমস্ত কিতাব সচরাচর পাওয়া তো যাই না এক কথায় অনেক দুর্লভ।
এগুলো মুলত হাদিস বিশারদগনের কাছেই থাকার কথা।
ওহাবীরা (মুসান্নাফে আব্দুর রাজ্জাক) এর সুবিশাল কিতাবটি থেকে নুর সম্পর্কিত ১৮টি হাদিস সহ (মোট ৪০টি হাদিস) মুছে ফেলার পরিকল্পনা করে। দীর্ঘদিন ধরে তাদের বিস্তৃত ষড়যন্ত্রের নেটওয়ার্ক চালানোর পর এক এক করে বিভিন্ন জায়গা থেকে তারা উক্ত হাদিস গুলো গায়েব করতে থাকে। যা সত্যি অবিশ্বাস্য তারা কিভাবে এমন ষড়যন্ত্র করেছে তার কিছু নমুনা জানতে এই লিংকে যান। 

"মুসান্নাফে আব্দুর রাজ্জাক" কিতাবটির হারিয়ে যাওয়া অধ্যায়ের ইতিহাস :-













নুর সম্পর্কে হাদিসটি এভাবে বর্নিত আছে যে :-


حضرت جابر بن عبد اﷲ رضی اﷲ عنہما سے مروی ہے فرمایا کہ میں نے بارگاہِ رسالت مآب صلی اللہ علیہ وآلہ وسلم میں عرض کیا : یا رسول اﷲ! میرے ماں باپ آپ پر قربان! مجھے بتائیں کہ اﷲ تعالیٰ نے سب سے پہلے کس چیز کو پیدا کیا؟ حضور نبی اکرم صلی اللہ علیہ وآلہ وسلم نے فرمایا : اے جابر! بے شک اﷲ تعالیٰ نے تمام مخلوق (کو پیدا کرنے) سے پہلے تیرے نبی کا نور اپنے نور (کے فیض ) سے پیدا فرمایا، یہ نور اللہ تعالیٰ کی مشیت سے جہاں اس نے چاہا سیر کرتا رہا۔ اس وقت نہ لوح تھی نہ قلم، نہ جنت تھی نہ دوزخ، نہ (کوئی) فرشتہ تھا نہ آسمان تھا نہ زمین، نہ سورج تھا نہ چاند، نہ جن تھے اور نہ انسان، جب اﷲ تعالیٰ نے ارادہ فرمایا کہ مخلوق کو پیدا کرے تو اس نے اس نور کو چار حصوں میں تقسیم کر دیا۔ پہلے حصہ سے قلم بنایا، دوسرے حصہ سے لوح اور تیسرے حصہ سے عرش بنایا۔ پھر چوتھے حصہ کو (مزید) چار حصوں میں تقسیم کیا تو پہلے حصہ سے عرش اٹھانے والے فرشتے بنائے اور دوسرے حصہ سے کرسی اور تیسرے حصہ سے باقی فرشتے پیدا کئے۔ پھر چوتھے حصہ کو مزید چار حصوں میں تقسیم کیا تو پہلے حصہ سے آسمان بنائے، دوسرے حصہ سے زمین اور تیسرے حصہ سے جنت اور دوزخ بنائی۔ ۔ ۔ یہ طویل حدیث ہے۔


অর্থ : হযরত জাবির (রা:) আরজ করলেন, ইয়া রাসুলুল্লাহ صلى الله عليه و آله وسلم !!
আমার পিতা-মাতা আপনার কদম মোবারক এ কোরবানি হোক,
আপনি বলে দিন যে আল্লাহ্‌ পাক সর্ব প্রথম কি সৃষ্টি করেছেন?
রাসুলুল্লাহ  صلى الله عليه و آله وسلم বললেন”

হে জাবের, নিশ্চই আল্লাহ্‌ তা'য়ালা সর্ব প্রথম স্বীয় (নিজ) নূর হতে তোমার নবীর নূর মোবারক সৃষ্টি করেছেন !!”

তারপর সেই নূর আল্লাহর কুদরতে ও ইচ্ছায় ভ্রমণ রত ছিল। কেননা ঐ সময় 
লাওহ-কলম , জান্নাত – জাহান্নাম
ফেরেশতা , আসমান- জমিন কিছুই ছিল না ।
তারপর আল্লাহ্‌ মাখলক সৃষ্টি করার ইচ্ছা করলেন..
তখন এই নূর কে ৪ ভাগ করলেন..
প্রথম ভাগ দিয়ে কলম;
দ্বিতীয় ভাগ দিয়ে লৌহে-মাহফুজ;
তৃতীয় ভাগ দিয়ে আরশ এবং চতুর্থ ভাগ দিয়ে
বাকি সবকিছু সৃষ্টি করলেন....।


Translation : It is narrated by Imam Abdur Razaq from Mua'mar, from Ibn al-Mankadr, from Jabir ibn `Abd Allah said to the Prophet (Peace Be Upon Him) : "O Messenger of Allah (Peace Be Upon Him), may my father and mother be sacrificed for you, tell me of the first thing Allah created before all things." He (Peace Be Upon Him) said: "O Jabir, the first thing Allah created was the light of your Prophet from His light, and that light remained (lit. "turned") in the midst of His Power for as long as He wished, and there was not, at that time, a Tablet or a Pen or a Paradise or a Fire or an angel or a heaven or an earth. And when Allah wished to create creation, he divided that Light into four parts and from the first made the Pen, from the second the Tablet, from the third the Throne, [and from the fourth everything else]......."



SANAD, EVIDANCE, ENQUIRY & RESEARCH ABOUT THIS HADITH IN DETAILS :




১ম সুত্র :



Chain of this hadtih :
হাদীসের সনদটি নিম্নরূপ :

হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম


জাবির বিন আব্দুল্লাহ রাদ্বিয়াল্লাহু আনহু


মুহাম্মাদ বিন মুনকাদার রাহমাতুল্লাহি আলাইহি


মা’মার বিন রাশীদ রহমাতুল্লাহি আলাইহি


আব্দুর রাজ্জাক ইবনে হুমাম রাহমাতুল্লাহি আলাইহি।

Note : জাবির বিন আব্দুল্লাহ (রা) থেকে বর্নিত সনদটি ইমাম আব্দুর রাজ্জাক ওনার (জান্নাতুল খুলদ) নামক কিতাবে বর্ননা করেছেন।

২য় সুত্র : উক্ত হাদিস খানা শাব্দিক পরিবর্তন সহ ""উমর ইবনুল খাত্তাব (রা) " থেকেও বর্নিত আছে । 
আব্দুল মালেক যিয়াদাতুল্লাহ  (রহ) ওনার (ফাওয়াইদ) কিতাবে বর্ননা করেছেন। 



References with scan copy & pictures thats enough to prove both of 2 that -- the existence & validation-- of this Hadith in MUSANNAF E ABDUR RAZZAQ :
স্ক্যান কপি সহ কিতাবের ছবি সহ রেফারেন্স সহ দেয়া হল হল যা দ্বারা এই হাদিসটি মুসান্নাফ কিতাবে ছিল, আছে, থাকবে এবং গ্রহনযোগ্যতা ২টাই প্রমান করার জন্য যথেষ্ট :


►Musannaf Abdur Razaq, al-Juz al-Mafqud min al-Juz al-Awwal min al-Musannaf Abdur Razaq, Page No. 99, Hadith Number 18

►Qastalani in Mawahib ul Laduniyah Volume 001, Page No. 71,

►Zurqani in Sharah Mawahib ul Laduniyah Volume 001, Page No. 89-91,

►Ajluni in Kashf al-Khafa (وقال : رواه عبد الرزاق بسنده عن جابر بن عبد اﷲ رضي اﷲ عنهما) Volume 001, Page No. 311, Hadith Number 827,

Imam 'Ajluni nain farmaya:
"Yeh Abdur Razzaq ki rawyat hay jisy unhoun nain apni Sanad say rawayat kiya hay."

ইমাম আজলুনী (রহ) বলেন, " এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি নিজে সনদ সহ তা বর্ননা করেছেন "

►Halabi in his Sirah Volume 001, Page No. 50,

►Ashraf Ali Thanvi in Nashar ut-Tib Volume 001, Page No. 13

From : 'Iydarusi
Book : Tarekh An Nur as Saafir
Volume : 1
Page : 8

Imam 'Iydarusi nain farmaya:
"Yeh Abdur Razzaq ki rawyat hay jisy unhoun nain apni Sanad say rawayat kiya hay."

ইমাম ইয়দারুসি (রহ) বলেন," এ ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি স্বয়ং নিজ সনদে বর্ননা করেছেন "

From : Muhaddith 'Abdur Haq Dihlavi
Book : Madarij al-Nubuwwa

He declared this Hadeeth Sound and Authentic

মুহাদ্দিসে আব্দুল হক দেহলভী (রহ) বলেন, " এই হাদিসটি সহিহ এবং এর ভিত্তি আছে "

[Madarij al Nabuwah, Volume No.2, Page No. 2 (Persian edition), Volume No.2, Page # 13 (Urdu Edition), Published by Shabbir Brothers, Urdu, Bazaar Lahore.]

From : Ahmad al-Shami Son of Ibn e `Abidin 
Book : commentary on Ibn Hajar al-Haytami's poem al-Ni`mat al-kubra `ala al-`alamin

From : Imam Nabhani
Book : Jawahir Al Bihar
Volume : 3
Page : 354


From : Yosuf Nabhani 
Book : Anuwarul Muhammadia "Sarhe Mawahib al ladunnia"



এই হাদিসটি আরো বিভিন্ন কিতাবে বর্নিত আছে:-

♦দালায়েলুন নবুওয়াত ১৩/৬৩
♦যুরকানী ১/৪৬
♦রুহুল মায়ানী ১৭/১০৫
♦মাতালেউল মাসাররাত ২৬৫ পৃ
♦ফতোয়ায়ে হাদীসিয়া ১৮৯ পৃ
♦আন-নিআমাতুল কুবরা ২ পৃ
♦হাদ্বীকায়ে নদীয়া ২/৩৭৫
♦দাইলামী শরীফ ২/১৯১
♦মাকতুবাত শরীফ ৩ খন্ড ১০০ নং
♦মওজুয়াতুল কবীর ৮৩ পৃ
♦ইনছানুল উয়ুন ১/২৯
♦নূরে মুহম্মদী ৪৭ পৃ
♦আল আনোয়ার ফি মাওলিদিন নবী ৫ পৃ
♦আফদ্বালুল ক্বোরা
♦তারীখুল খমীস ১/২০
♦নুজহাতুল মাজালিস ১ খন্ড
♦দুররুল মুনাজ্জাম ৩২ পৃ
♦কাশফুল খফা ১/৩১১
♦তারিখ আননূর ১/৮
♦আনোয়ারে মুহম্মদীয়া ১/৭৮
♦আল মাওয়ারিদে রাবী ফী মাওলীদিন নবী ৪০ পৃষ্ঠা ।
♦তাওয়ারীখে মুহম্মদ
♦আনফাসে রহীমিয়া
♦মা’ য়ারিফে মুহম্মদী
♦মজমুয়ায়ে ফতোয়া ২/২৬০
♦আপকা মাসায়েল আওর উনকা হাল ৩/৮৩
♦শিহাবুছ ছাকিব ৫০
♦মুনছিবে ইছমত ১৬ পৃ
♦রেসালায়ে নূর ২ পৃ
♦হাদীয়াতুল মাহদী ৫৬পৃ
♦দেওবন্দী আজিজুল হক অনুবাদ কৃত বুখারী শরীফ ৫/৩



_________________________________________________




২য় সুত্রঃ


হযরত উমর ইবনুল খাত্তাব (রাঃ) থেকে বর্নিত,

ওহে ওমর ! তুমি জান কি আমি কে?

আমিই সেই সত্ত্বা যার নুরকে আল্লাহ তায়ালা সর্বপ্রথম সৃষ্টি করেছেন।
অতঃপর সেই নুর আল্লাহকে সিজদা করল, সে তার সিজদার মধ্যে ৭০০ বছর ছিলেন। অতঃপর প্রত্যেক প্রথম বস্তু আমার নুরকে সিজদা করেছে এতে আমার কোন অহংকার নেই।

ওহে ওমর ! তুমি জান কি আমি কে?

আমিই সেই সত্ত্বা যার নুর হতে আরশ,
যার নুর হতে কুরসী,
যার নুর হতে লাওহ ক্বলম,
যার নুর হতে চন্দ্র-সুর্য,
যার নুর হতে চোখের জ্যোতি,
যার নুর হতে সৃষ্টির মাথার মধ্যে বিবেক-বুদ্ধি (আকল),
যার নুর হতে মুমিনের ক্বলবের (অন্তরদৃষ্টি /কাশফের ক্ষমতা বা) খোদার পরিচয় (অনুভব) করার নুর সৃষ্টি।
এতে আমার কোন অহংকার নেই।

রেফারেন্সঃ

★ আব্দুল মালিক ইবনে যিয়াদাতুল্লাহ : ফাওয়ায়িদ কিতাবে।


_________________________________________________



৩য় সুত্রঃ


ইমাম জাফর সাদেক (রহঃ)

ইমাম বাকের (রাঃ) থেকে

তিনি [ইমাম বাকের (রাঃ)] ইমাম জয়নুল আবেদীন (রাঃ) থেকে

তিনি ইমাম হোসাইন (রাঃ) থেকে

তিনি ওনার পিতা হযরত আলী (রাঃ) থেকে বর্ননা করেন,

আল্লাহ নুরে মুহাম্মাদী (সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম) কে ঐ সময় সৃষ্টি করেন যখন না জমীন ছিল না আসমান, না আরশ, না কুরসী, না লাওহ, না ক্বলম, না জান্নাত, না জাহান্নাম ঐ সময় আম্বিয়া (আঃ) গনের মধ্যে কেউই সৃষ্টি হন নি, তখন সর্বপ্রথম নুরে মুহাম্মাদী (সাঃ) কে সৃষ্টি করেন।

★ আল্লামা খারকূশী (রহঃ) : শরফুল মুস্তফা কিতাব : ১ম খন্ড : ৭০৩ পৃষ্ঠায় : হযরত আলী (রাঃ) হতে এই হাদিসটি → নুর সম্পর্কিত হাদিসে জাবির (রাঃ) এর বর্ননাকে আরো শক্তিশালী করে।


_________________________________________________



Validation and the History of the Juz Al Mafqood, Musannaf Abdur Razzaq [126-211 hijri] :
জায আল মাফকুদ, মুসান্নাফে আব্দুর রাজ্জাক (রহ) এর বৈধ্যতা ও ইতিহাস :




When the Musannaf Abdur Razzaq was first published it was incomplete  according to its preface as shown in the picture below:

যখন " মুসান্নাফে আব্দুর রাজ্জাক " প্রথম প্রকাশিত হয় সেটা ছিল অসম্পুর্ন তা নিচের উক্ত প্রথম প্রকাশিত কিতাবের ভাষ্য থেকে দেখুন :-







Translation :
This copy that we found was copied or written and we adopted this copy to use, all this copy is not complete. So to tell the people that this copy is not complete we left one empty paper and we wish that the Islamic Scholars will help us to fill this part.

অর্থ : এই কপি যেটা আমরা লিখিত (বা কপি করা) পেয়েছিলাম আমরা এটা ব্যবহারের জন্য গৃহীত করেছিলাম, এটার পরো কপিটা সম্পুর্ন নেই। তাই সর্বসাধারনকে জানানো যাচ্ছে যে, এই কপি টা অসম্পুর্ন এবং আমরা একটা খালি পৃষ্টা রেখে দিলাম আমরা আশা রাখছি কোন ইসলামিক পন্ডিত বা বিশেষজ্ঞ আমাদের এই অংশটা পুর্ন করতে সাহায্য করবে।



The Missing Chapter of Musnnaf (মুসান্নাফ কিতাবের হারিয়ে যাওয়া অধ্যায়)

After detailed search around the world, this chapter was finally found in a library situated in Turkey.

সারা বিশ্বে অত্যন্ত খুঁজাখুঁজির পর এই হারিয়ে যাওয়া অধ্যায়টা শেষে তুর্কিস্থানের এক লাইব্রেরীতে সন্ধান মিলে।

The following shows the original text:
এর আসল ইবারত গুলো দেখুন :-










Complete Hadith e Nur in Arabic :







Reference & The Proof of existence of this Hadith with pictures :-
এই হাদিসটি মুসান্নাফ কিতাবে রয়েছে বিভিন্ন কিতাবের ছবি সহ তার প্রমান :-




Many of the greatest scholars have mentioned this hadith in their books and have directed its origins towards Abdur Razzaq, which is enough to prove the validity and existence of this hadeeth.

ইসলামের উচ্চতর পর্যায়ের অনেক পন্ডিতগন এই হাদিস তাদের কিতাবে উল্লেখ্য করেছেন এবং মুল সুত্র ইমাম আব্দুর রাজ্জাক (রহ) থেকে বলে উল্লেখ্য করেছেন।
যা এই হাদিসের অস্তিত্ব প্রমান করাররার জন্য যথেষ্ট।






★ Allama Alusi in Tafsire Ruhul Ma'ani :-






Allama Alusi (rah) also said:

.........(shorten)  report that "The first thing Allah created was the light of your Prophet, O Jabir,"!


_________________________________________________


★ শাইখ আব্দুল কাদির জিলানী (রহ) [পিরে পিরানী,মিরে মিরানী, গাউসে সামাদানী, মাহবুবে সুবহানী, গাউসুল আযম দস্তগীর (রহ), [ 470 AH/1078 CE-- 561 AH/1166 CE ]

→→  তিনি তার বিখ্যাত [Sirr al-asrar fi ma yahtaju ilayh al-abrar (p. 12-14 of the Lahore edition)] কিতাবে বলেন, আমি (রাসুল) আল্লাহর নুর থেকে সৃষ্ট আর আমার নুর থেকে সমস্ত বিশ্বাসীগন (ও সমস্ত কিছু) সৃষ্ট।



                                                    







→→ তিনি তার লিখিত অপর এক কিতাবে বলেন, 

রাসুল (সা) এর নুর থেকে আল্লাহর আরশ সৃষ্টি এবং এমন আরো অনেক কিছু (যা হাদিসে প্রথম) সৃষ্টি যেমন কলম, বুদ্ধিমত্তা। 
[The Secret of Secrets (Cambridge: Islamic Texts Society, 1994)]


_________________________________________________


★ হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী (রহ) : [1058–1111 CE]


মুসান্নাফ কিতাব থেকে ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াতকৃত এই হাদিসটি বর্ননা করায় প্রমান হয়ে গেল যে এটি জাল হাদিস নয় বরং গ্রহনযোগ্য হাদিস এবং মুসান্নাফ কিতাবে এটি রয়েছে। এজন্য তিনি নুরে মোহাম্মাদী (দ) এর সৃষ্টির রহস্য এই হাদিস দ্বারা বর্ননা করেছেন।



















_________________________________________________



★ ইমাম ফখরুদ্দিন রাজী (রহ) [1149 - 1209 CE]

লেখক : বিখ্যাত মুফাসসির ইমাম ফখরুদ্দিন রাজী (রহ) 
কিতাব : স্বীয় কিতাব "দাখায়েকুল হাকায়েক" এ 

ইমাম আব্দুর রাজ্জাক থেকে বর্নিত নূর সম্পর্কে উপরের হাদিসটি বর্ননা করেন যা মুসান্নাফ কিতাবের একই অধ্যায়ে বিদ্যমান। 














ভন্ড ওহাবীদের কথায় যদি হাদিসে জাবির (রা) জাল হয় এটাও জাল হবে কারন একই অধ্যায়ে এই হাদিস গুলো আছে। তাহলে কি ইমাম গাজ্জালি (রহ) জাল হাদিস বর্ননাকারী? ইমাম ফখরুদ্দিন রাজী (রহ) জাল হাদিস বর্ননাকারী? (নাউযুবিল্লাহ)



_________________________________________________


★ ইমাম ইবনুল যাওজী (রহ) [ওফাত ৫৯৭ হি]

(i) 
ইবনে জাওজী (রহ) বলেন,

রাসুলুল্লাহ (সা) এর বানী : "আল্লাহ পাক সর্বপ্রথম আমার নুর মুবারক সৃষ্টি করেছেন আর আমার নুর থেকে কুল কায়িনাত সৃষ্টি করেছেন।

Reference :

ইবনে জাওজী : বয়ানুল মীলাদুন্নবী (সা) : ২২ পৃ



(ii)
সুরা নুর : ৩৫ নং আয়াতের "মাসালূ নূরিহী" (তার নূরের উপমা) এ শব্দদ্বয়ের তফসীরে বলেন,

এ উপমার ৩টি দিক রয়েছে। সর্বপ্রথম যা তিনি গ্রহন করেছেন সেটা হল :

→ "আল্লাহ পাক এখানে নিজের নুর বলতে বুঝিয়েছেন বুঝিয়েছেন হযরত মুহাম্মদ (সা) কে।"

ইবনে জাওজী হলেন জারহ ওয়াত তাদীলের ইমাম এবং সমগ্র পৃথিবী স্বীকৃত ইমাম।
→ তার এই তফসীর এর বাক্যটুকুর কেবল মিল পাওয়া যায় এই হাদিস থেকে,
(সংক্ষিপ্ত) আল্লাহ পাক সর্বপ্রথম তার নিজের নুর হতে তার নবীর নুর সৃষ্টি করেছেন।"

Reference :

ইবনে যাওজী : জাদুল মাসীর ফী ইলমীত তাফসীর
খন্ড ৫ : ৩৮৪ পৃ :
প্রকাশনী : দারুল কুতুব ইলমিয়্যাহ, লেবানন






★ ইবনে আল-হাজ্ব আল-আবদারী ( ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ, ওফাত ৭৩৬ হি) : নুর সম্পর্কে :



স্ক্যান কপি :






Imam Abu Abdullah Ibn al-Haaj al-Maliki (D. 736) writes: 
"The first thing Allah created is the light (Nur) of Muhammad (Peace Be Upon Him), and that light came and prostrated before Allah. Allah divided it into four parts and created from the first part the Throne, from the second the Pen, from the third the Tablet, and then similarly He subdivided the fourth part into parts and created the rest of creation. Therefore the light of the Throne is from the light of Muhammad, the light of the Pen is from the light of Muhammad (Peace Be Upon Him), the light of the Tablet is from the light of Muhammad, the light of day, the light of knowledge, the light of the sun and the moon, and the light of vision and sight are all from the light of Muhammad (Peace Be Upon Him). 



 " সর্বপ্রথম আল্লাহ রাসুলুল্লাহ (সা) এর নুর মুবারক সৃষ্টি করেছেন এবং উক্ত নুর এসে আল্লাহর সামনে সিজদায় রত ছিল। আল্লাহ পাক একে ৪ ভাগ করলেন ১ম ভাগ দিয়ে আরশ, ২য় ভাগ দিয়ে কলম & from the third the Tablet এবং অত:পর সেই ৪ ভাগকে পুনরায় ভাগ (Subdivision) করলেন আর তা দিয়ে বাকি সমস্তকিছু সৃষ্টি করলেন।"

রেফারেন্স :

★ ইবনে আল হাজ্ব [Al-Madkhal, Volume 002, Page No. 32-3] কিতাবে বর্ননা করেছেন →
★ [al-Khatib Abu al-Rabi` Muhammad ibn al-Layth's book Shifa' al-sudur]  কিতাব থেকে।



_________________________________________________



★ ইমাম নাবহানী (ইউসুফ বিন ইসমাইল) একে দলিলস্বরুপ (evidence হিসেবে) বর্ননা করেছেন ৩টি কিতাবে ,





From : Nabhani
Book : Jawahir Al Bihar
Volume : 3
Page : 354

or,

 [Jawahir al-bihar (p. 1125 or 4:220 of the Baba edition in Cairo)] 

Download link in English :



ইমাম ইউসুফ নাবহানী (রহ) বলেন,

" নবীপাক (সা) এর রুহ হচ্ছে সকল রুহের মুল এবং আর ওনার হাকিকত হল সকল সৃষ্টির মুল। 
★ ইমাম মহিউদ্দিন ইবনুল আরাবী (রহ) তিনিও এই কথাটি বর্ননা করেছেন। (ইবনে আরাবী : আল ফতুহাত আল মক্কিয়াহ ৫:৭৩ বাব : ৩১৩)
★ নাবহানী : যাওয়াহিরুল বিহার ১:১১, ১৯০ (ছবি দেয়া হল) 







2



From : Nabhani
Book : Anuwarul Muhammadia "Sarhe Mawahib al ladinnia"

মওলানা ইউসূফ নাবহানী (রহ:)-এর ‘আল-আনওয়ারুল মোহাম্মদীয়া শরহে মাওয়াহিব আল-লাদুন্নিয়্যা ৯ /১৩ পৃষ্ঠা আব্দুর রাজ্জাক (রহ) এর সনদে। 

Download in arabic (may be differ in page no) :-




3


From : Nabhani
Book : Hujjat Allah `ala al-`alamin (p. 28)


_________________________________________________


★ মুহাদ্দীস আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি হাদিসটিকে সহীহ বলেছেন।
From : Muhaddith 'Abdur Haq Dihlavi
Book : Madarij al-Nubuwwa



 সুচীপত্রে দেখানো হলঃ




এখানে ↑ হাদিসটিকে সহিহ বলেছেন। পেন্সিল দ্বারা ব্রেকেট দিয়ে বুঝিএ দেয়া হয়েছে।




এখানে ↑ সর্বপ্রথম সৃষ্টি সম্পর্কে বিশাল আলোচনার পর নুরে মোহাম্মদী (সা) কে সর্বপ্রথম সৃষ্টি বলে মতামত দিয়েছেন। পেন্সিল দ্বারা নিচে দাগ দেয়া হয়েছে। 


Bangla Translation : কিতাবটিকে নুর সম্পর্কে আরো অনেক হাদিস বর্নিত হয়েছেঃ
বংগানুবাদ : বিস্তারিত দেখুন এখানেঃ- 















_________________________________________________



★ ইমাম কুস্তালানী (রহঃ) (আহম্মদ ইবনে মুহাম্মদ, ওফাত ৯২৩ হি)


ইম্যম কুস্তালানী (রহঃ) বলেন, " এটা ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর রেওয়াত যিনি নিজে হযরত জাবির (রা) সনদ থেকে বর্ননা করেছেন "
From : Qustalani
Book : Mawahib Al Laduniyah
Volume : 1
Page : 71


★ ইমাম কুস্তালানী তিনি তার বিখ্যাত [al-Mawahib al-laduniyya (1:55 of the edition accompanied by Zarqani's commentary)] কিতাবে দলিল হিসেবে বর্ননা করেছেন।

ইমাম কুস্তুলানি রহমতুল্লাহি আলাইহ, হাকিকতে মোহাম্মদ’ই সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর সৃষ্টি সম্বন্ধে বলেন, 

“আল্লাহ্‌ তায়ালা যখন মাখলুক সৃষ্টির ইরাদাহ করলেন এবং তাদের রিজিক নির্ধারণের ইচ্ছা করলেন, তখন তাঁর সামাদিয়্যাত এর নূর হতে হাকিকতে মুহাম্মদিয়্যাহ কে যাহির (প্রকাশ) করলেন”।
ইমাম কুস্তুলানি, আল-মাওাহেবঃ ১:৫৫

বিখ্যাত মুহাদ্দিস ইমাম কুস্তালানী (রহঃ) এর মাওয়াহিবে লাদুন্নিয়া গ্রন্থের “নূর বিষয়ক” অধ্যায়ঃ (পর্ব ১,২,৩)

1.
2.
3.








_________________________________________________


★ ইমাম যুরকানি (রহ) তার (শরহে মাওয়াহিব 1:56 of the Matba`a al-`amira edition in Cairo) কিতাবে এই হাদিসটি বর্ননা করেছেন এবং এটা ইমাম আব্দুর রাজ্জাক (রহ) এর থেকে বর্ননা বলে তার বিখ্যাত " মুসান্নাফ " কিতাবে রয়েছে বলে উল্ল্যেখ করেছেন।

→ আল্লামা যুরকানি বর্ণনা করেন, 
হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আল্লাহ্‌ তায়ালা সর্বপ্রথম আমার নূর সৃজন করেছেন”। 
আল্লামা যুরকানি, শরহে মাওাহেবঃ ১:৫৪








আল্লামা যুরকানী সৃষ্টি রহস্যের ব্যাপারে একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে ইমাম সাখাভী রহমতুল্লাহি আলাইহ থেকে বর্ণনা করেন, মোহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম এর নূর আরশ-এ-আজিম এর ও সৃষ্টির পূর্বে সৃষ্টি করা হয়েছিল। সোবহানাল্লাহ!
আল্লামা যুরকানি, শরহে মাওাহেবঃ ১:৬০



 ↓





_________________________________________________



★ আ'লা হযরত আহমদ রেজা খান বেরলবী (রহ) -

হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ জ্ঞানের enchyclopedia আ'লা হযরত আহমদ রেজা খান বেরলবী (রহ) - উক্ত হাদিসে জাবির (রা) কে দলিল হিসেবে গ্রহন করে বর্ননা করেছেন ওনার বিভিন্ন কিতাবে :

লেখক : আ'লা হযরত (রহ)
কিতাব : 

১) হাদায়েকে বকশিস
২) নুরুল মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) : 
৩) সালাতুস সফা
৪) ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্তি 
৫) ফতোয়ায়ে আফ্রিকা

নিচের কিতাবে জাবির (রা) হাদিসটি নেই তবে নুর সম্পর্কে অন্যান্য হাদিস রয়েছে।

৬) লেখক : ইমাম আহমদ রেজা খান বেরলভী (রহ)
কিতাব : তাজাল্লিউল ইয়াক্বিন বি আন্না নাবিয়্যিনা সায়্যিদুল মুরসালিন।


কিতাবের ছবি -

★ নুরুল মোস্তফা (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) : 

উক্ত বইটিতে নুর সম্পর্কিত বিস্তারিত আলোচোনা দেখতে এ লিংকে যান :








★ ফেরেশতা সৃষ্টির ইতিবৃত্তি : আলা হযরত (রহঃ)







. . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . .


★ ফতোয়ায়ে আফ্রিকা























কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন