রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০১৫

ড. জাকির নায়েকের ভ্রান্ত আকিদা সমুহ :-









Source :

https://en.m.wikipedia.org/wiki/Zakir_Naik


Incomplete post: (পরে Update হবে)
★★★ জাকির নায়েক কি করে ফতোয়া প্রদান করতে পারে ??

♦হাদীস শরীফে আলেম ব্যক্তির বৈশিষ্ট্য বর্নিত আছে-হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’লা আনহুগন জিজ্ঞাসা করলেন ইয়া রসূল্লাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমরা কার সংসর্গ গ্রহন করবো?  জবাবে হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন-

(১) যাকে দেখলে আল্লাহ পাকের কথা স্বরন হয়।
(২) যার কথা শুনলে দ্বীনি ইলিম বৃদ্ধি পায়।
(৩) যার আমল দেখলে পরকালের কথা স্বরন হয়। (মুসনাদে আহমদ,সুনানুল কুবরা )

♦জাকির নায়েক এর এইসব জ্ঞান না থাকলে তার ফতোয়া দেয়ার কোন অধিকারই নেই ??

- জাকির নায়েক কি আরবী সম্পর্কে পূর্ন জ্ঞান রাখেন ?
- জাকির কি আরবী ব্যাকরন জানেন ?
- জাকির কি নাহু ছরফ জানেন ?
- জাকির কি আরবের প্রাচীন ইতিহাস জানেন?
- জাকির কি কুরআনে অর্থ সহ হাফিজ ?
- জাকির কি নাসেখ মানসুখ কি জিনিস জানেন ?
- জাকির কি উছুলে তাফসীর জানে ?
- জাকির কি সব আয়াতের শানে নযুল জানেন ?
- জাকির কি পাঁচ লক্ষ হাদীস শরীফ আরবী এবারত সহ বলতে পারেন ?
- জাকির কি উছুলে হাদীস জানেন ?
- জাকির কি আসমাউর রেজাল সম্পর্কে জানেন ?
- জাকির কি জরা তাদ্বীল সম্পর্কে জানেন ?
- জাকির কোন হাদীস নাসেখ এবং কোনটা মানসুখ সেটা জানেন?
- জাকির কি আরবী বালাগাত সম্পর্কে জানেন?
- জাকির কি হাদীসের শরাহ পড়ছেন ?
- জাকির কি কুরআন হাদীস থেকে মাসায়ালা ইস্তেমবাত করতে পারেন ?
- জাকির কি ফিক্বাহ সম্পর্কে জানেন ?
- জাকির কেন ফিক্বাহ পড়তে হবে সেটা কি জানেন ?


আসুন সবকিছুর আগে তার Biography একটু জেনে নেই :-

★ ডাঃ জাকির নায়েকের জন্ম ১৯৬৫ সালের ১৫ই অক্টোবর ভারতের মুম্বাই নগরীতে। খৃস্টান মিশনারীদের স্কুল সেন্ট পিটার্স হাই স্কুল থেকে মেট্রিক পাশ করে। অতপর হিন্দুদের কৃষ্ণচন্দ্র রাম কলেজ বোম্বাই থেকে এফ.এস.সি পাশ করে। তারপরে বোম্বের ন্যাশনাল মেডিক্যাল কলেজ থেকে এম.বি.বি.এস ডিগ্রি অর্জন করে।

 ★ হিন্দুদের সথে তার ঘনিষ্টতা এতই বৃদ্ধি পায় যে, সে বাদশাহ আকবরের দ্বীনে ইলাহীর মত এক ধর্মের প্রবাক্তা হয়ে তার দরস্ দেয়া শুরু করে। জীবনের শুরু থেকেই খৃস্টান আর হিন্দুদের সংসর্গে থাকার কারনে ডাক্তার জাকিরের চিন্তাধারা ও মন মানসিকতায় তার ছাপ সুস্পস্ট। আর তার লেবাস-পোষাক, সুরত-আকৃতি একথার স্পস্ট প্রমাণ বহন করে।

★ সে কোন মাদ্রাসায়ও পড়ে নি তাই সে কুরআনের প্রকৃত সহিহ শিক্ষা থেকে বহুত দূরে। ফলে তাফসীর বির রায় (মনগড়া তাফসীর) করা তার অভ্যাসে পরিণত হয়েছে। যদি বলা হয় তাফসীরে সে তাহরীফ (বিকৃতী) করে তাহলে যথার্থ হবে। ইলমে হাদীসের পরিভাষা, মূলনীতি ইত্যাদি সম্পর্কে তার কোন ধারনাই নেই।

★ জাকিরের ডিজিটাল ইসলাম ধর্ম প্রচারের ব্যপারে জানা যায় যে ডঃ আহমদ দীদাতের সাথে ১৯৯৪ সালে বোম্বাই শহরে তার সাক্ষাত হলে তার আদর্শে সে অনুপ্রাণিত হয়ে এবং ডাক্তারী পেশা ছেড়ে দিয়ে সে ডিজিটাল ইসলামি দাওয়াতী কার্যক্রম শুরু করে। ডাক্তার নিজেই স্বীকার করেছে যে,

- সে আরবী জানে না, শুধুমাত্র ইংলিশ লেটারেচারই তার উপজীব্য।

সে পবিত্র গ্রন্থ কুরআন উল কারিমের হাফেজ ও নয়। নিয়মতান্ত্রিক ভাবে হাদীস শরিফের তালীম (শিক্ষা) গ্রহন করেনি। এম.বি.বি.এস ডাক্তার থেকে সে হয়ে গিয়েছে বিশিস্ট ইসলামীক স্কলার! ইন্টারনেট ভিত্তিক রিসার্চ তার উপর অনেকটা প্রভাব ফেলেছে। এর চেয়ে বড় হাস্যকর বিষয় আর কি হতে পারে?

★ পৃথীবির যেকোন বিষয়ের শিক্ষা যদি উক্ত বিষয়ের বিশেষজ্ঞদের সংস্পর্শে থাকা ব্যতীত আয়ত্ব করা না যায় তাহলে দ্বীনে ইসলামের বুঝ দ্বীনের অভিজ্ঞ ব্যক্তিদের সংস্পর্শে থাকা ছাড়া কিভাবে অর্জিত হতে পারে ?

       


                            ★★★ সব জায়েযকে নাজায়েয আর নাজায়েযকে
     জায়েয করতেই মনে হয় বেশি পছন্দ করে সে । এক নজরে তার ভ্রান্ত আকিদা সমুহ :-



- আকিদা : আহলে হাদিস / দাওয়াহ / লা-মাযহাবী / সালাফী এবং তার নিকট অধিক গ্রহনযোগ্য হল :

লা মাযহাবী ফিত্নবাজ নাসীরুদ্দিন আল-বানী যাকে জাকির নায়েক গুরু মানে যে কিনা ইমাম বুখারী (রহ) ও ইমাম আবু হানিফা (রহ) এর শানে কুটুক্তি করতেও দ্বিধাবোধ করেনি।
এর কয়েকটি সাধারন নমুনা দেখুন :





★ যারা বুখারী শরীফ ছাড়া কিছুই বুঝে না তাদের সবচেয়ে বড় মুহাদ্দিস শায়খ নাসীরুদ্দিন আলবানী ইমাম বোখারী (রহঃ) কে অমুসলিম আখ্যায়িত করেছেন।

ইমাম বোখারী (রহঃ) বোখারী শরীফের “কিতাবুত তাফসীর” এ সূরা কাসাস এর ৮৮ নং আয়াতের যে ব্যাখ্যা করেছেন, সে সম্পর্কে নাসীরুদ্দিন আলবানী লিখেছে,

ﻻ ﻳﻘﻮﻟﻪ ﻣﺴﻠﻢ ﻣﺆﻣﻦ ﻭﻗﺎﻝ ﺇﻥ ﻫﺬﻩ ﺍﻟﺘﺄﻭﻳﻞ ﻫﻮ ﻋﻴﻦ ﺍﻟﺘﻌﻄﻴﻞ .

“এ ধরণের ব্যাখ্যা কোন মুমিন- মুসলমান দিতে পারে না। তিনি বলেন, এ ধরণের ব্যাখ্যা মূলতঃ কুফরী মতবাদ “তা’তীলের” অন্তর্ভূক্ত”।

[ফাতাওয়াশ শায়েখ আলবানী, পৃষ্ঠা-৫২৩, মাকতাবাতুত তুরাছিল ইসলামী, প্রথম প্রকাশ ১৯৯৪ইং]

★ তাদের আরো এক নেতা নওয়ায নুরুল হাসান খান সাহাবীদের ব্যাপারে লিখেন :-

ﺩﺭﺍﺻﻮﻝ ﻣﺘﻘﺮﺭﺷﺪﻩ ﻛﻪ ﻗﻮﻝ ﺻﺤﺎﺑﻲ ﺣﺠﺖ ﻧﻴﺴﺖ -

অর্থ শরীয়তের মূলনীতিতে একথা নির্দিষ্ট হয়ে গেছে যে,সাহাবীদের বক্তব্য দলিল নয়। (সিদ্দীক হাসান খান নওয়ায,বুদূরুল আহিল্লাহ,পৃ.১৩৯) ।

★ তাদের আর এক নেতা আব্দুল হক বেনারসি বলেছেন, শাহ ইসহাক এর খলীফা মরহজম কারী আব্দুর রহমান পানিপথী লিখেন - মৌলভী আব্দুল হক বেনারসী হাজারো মানুষকে "হাদিস অনুযায়ী আমল "এই শ্লোগানের অন্ত্রালে মাযহাব মানার অক্টোপাস থেকে মুক্ত করেছেন .... এবং মৌলভী সাহেব আমাদের সামনে বলেছেন, আয়শা (রা.) হযরত আলীর (রা.)-র বিরুদ্ধে যুদ্ধ করে মুরতাদ হয়ে গেছেন। যদি তিনি তওবা হাড়া মৃত্যুবরণ করে থাকে, তাহলে তিনি কাফের অবস্থায় মৃত্যু বরণ করেছেন।(নাউযুবি ল্লাহ) আর বলেন সাহাবীদের মাত্র পাচ পাচটি করে হাদিস মুখস্থ ছিল আর আমাদের সবার হাদিস মুখস্থ রয়েছে। সুতরাং সাহাবীদের থেকে আমাদের ইলম বেশী।

(আব্দুর রহমান পানিপথি কারী,কাশফুল হিজাব,পৃ:২১।



★ ড জাকির নায়েক সহ সকল নামধারী আহলে হাদিস ভাই রা তাদের গুরু নাসীরুদ্দিন আল-বানীর তাহক্বিক করা কিতাব পড়েন। সেই গুলো নিয়ে তারা রিসার্চ করে। আসুন এবার দেখি নাসীরুদ্দিন আল-বানী কতটুকু সহিহ তাহকিক করেছেন নাকি অনেক ভুল তাহকিক করেছেন এবার তার নমুনা দেখি :-



*** আমি এখানে সেরূপ কয়েকজন বর্ণনাকারীর নাম উল্লেখ করছি যাদেরকে পূর্বের মুহাদ্দিসগণ অনির্ভরযোগ্য বলেছেন কিন্তু আলবানী সাহেব সেসবকে নির্ভরযোগ্য বলেছেন।

১। আহমদ ইবনে ফরজ আবু উতবা হামসীকে আলবানী সাহেব সেকা বা নির্ভরযোগ্য রূপে রূপান্তরিত করে তার বর্ণনাকৃত হাদীসকে সহীহ বলেছেন। আলবানীর কিতাব সিলসিলায়ে আহাদীসে সহীহা খন্ড ২, পৃষ্ঠা ২৩৬।

২। ইসমাঈল ইবনে মুসলিম মক্কী। (প্রগুক্ত ১/৬১৩, ৬/৫০৫)

৩। বকর ইবনে খুনাইস। (প্রাগুক্ত ২/৬০৯)

৪। হাকাম ইবনে সেনান। (প্রগুক্ত ৪৭)

৫। হানযালা ইবনে আব্দুল্লাহ সুদুসী (প্রাগুক্ত ১/২৪৯)

৬। সালেহ ইবনে বশীর। (প্রগুক্ত ২/২৩৯)

৭। মুসলিম ইবনে ওয়ারদান। (প্রাগুক্ত ২/৫০৩)

৮। আব্দুল্লাহ ইবনে কায়সান মরূযী (প্রাগুক্ত ১/১৩)

৯। আব্দুল মুনঈম ইবনে বশীর। (প্রগুক্ত ১/৫৮২)

১০। ইয়াহয়া ইবনে কাছীর আবু নছর। (প্রাগুক্ত ১/২৬৪)

১১। আলফজল ইবনে মুখতার। (প্রাগুক্ত ২/৫৮২)

১২। খালেদ ইবনে আবদুল্লাহ ইবনে ইয়াযীদ কমরী দামেশকী। (প্রাগুক্ত ১/১১৩)

এরা হলেন ঐসকল রাবী যাদেরকেও আলবানী সাহেব নির্ভরযোগ্য রাবী বলে হাদীসকে সহীহ বলেছেন। অথচ এসকল বর্ণনাকারী মুহাদ্দিসদের মতে এত জয়ীফ যে হাদীসে এরা থাকবে সে হাদীস জয়ীফ বলে বিবেচিত হবে।

এখন দেখা যাবে আলবানী সাহেবের এসকল নির্ভর যোগ্য সহীহ হাদীসের রাবীগণ অন্যান্য মুহাদিসের মতামতে কোন পর্যায়ের রাবী বা বর্ণনাকারী। এদের হাদীস জয়ীফ না কি সহীহ।

১। আহমদ ইবনে ফরজ আবু উতবা হিমস।

★ ইমাম আবু মুহাম্মদ হাকেম (রহ) বলেন, আবু উতবা যখন ইরাক পৌছে তখন ইরাকীগণ তার কাছ থেকে হাদীস নিয়েছেন এবং এর সম্পর্কে ভাল মত দিতেন। কিন্তু মুহাম্মদ ইবনে আউফ তার ব্যাপারে সমালোচনা করতেন। এবং আমি ইবনে হাওসাকে এই রাবী সম্পর্কে অনির্ভরযোগ্য বলতে শুনেছি। মুহাম্মদ ইবনে আউফতো তাকে কাযযাব বা মিথ্যাবাদী এবং খারাপ চরিত্রের বলে দাবী করেন।

★ ইমাম আবু হাশেম আব্দুল গাফফার ইবনে সালাম (রহ) বলেন, আমি আমার বন্ধুদেরকে তার ব্যাপারে মিথ্যাবাদী হিসেবে মন্তব্য করতে দেখার পর আমি তার কাছ থেকে হাদীস গ্রহণ করিনি। ( ইমাম যাহাবী : তাহযীবুত তাহযীব ১/৬৮)

★ ইমাম খতীব আল বাগদাদী (রহ) তো বলেন আবু উতবা সম্পর্কে মদ পানকারী মদ্যপ ছিল। (তারিখে বোগদাদী ৪/৩৪১)

পর্যালোচনা: যে বর্ণনাকারীকে মিথ্যাবাদী, খারাপ চরিত্র, মিথ্যুক, মদ্যপ বলে মুহাদ্দিসগণ তার কাছ তেকে হাদীস গ্রহণ করেননি। তাই তিনি জয়ীফ রাবী তাতে কোন সন্দেহ থাকার অবকাশ নেই। কিন্তু এরূপ বর্ণনাকারী থেকে হাদীসকে দলীল হিসেবে পেশ করা, সেরূপ হাদীসকে সহীহ হাদীস বলে কিতাবে উল্লেখ করা এবং নিজের মতকে সেহাহ সিত্তা থেকেও উর্দ্ধে মনে করা তা কোন ধরনের প্রতারণা তা পাঠক মাত্রই বুঝবেন।

২। ইসলামাঈল ইবনে মুসলিম মক্কী

★ ইমাম আহমদ ইবনে হাম্বল (রহ.) তাকে মুনকারুল হাদীস বলেছেন,

★ ইমাম আলী ইবনে মাদানী (রহ) বলেছেন তিনি সবসময় ভুল করে থাকে, তিনি আরো বলেন উক্ত ব্যক্তি আমার কাছ থেকে একটি তিন প্রকারে বর্ণনা করেছেন।আরো বলেছেন তার কাছ থেকে হাদীস গ্রহণ করা যাবে না। তিনি عن حسن، عن سمرہ বলে মুনকার হাদীস বর্ণনা করে থাকেন।

★ ইমাম ইয়াহইয়া ইবনে ‍মুঈন (রহ) বলেছেন তিনি কোন বস্তুই না।

★ ইমাম ইবনে জাওযজানী (রহ) বলেছেন ইসমাঈল ইবনে মুসলিম কল্পনা প্রসূত হাদীস বলে,

***  ইমাম নাসায়ী বলেছেন তিনি অস্বীকৃত,
*** ইয়াহইয়া ইবনে মাহদী এবং ইবনে মোবারক একে ছেড়ে দিয়েছেন। (তাহযীবুল কামাল ৩/১০২)

পর্যালোচনা:

যে বর্ণনাকারীকে মুনকারুল হাদীস, ওয়াহীউল হাদীস, ভুল বর্ণনা কারী, একই বর্ণনাকে তিন বার উল্টাপাল্টা করে বলেছেন, হাদীসের ইমাম গণ যাকে পরিত্যাগ করেছেন, যার বর্ণনা লেখতে পছন্দ করতেন না এরূপ একজন বর্ণনাকারীর বর্ণনা গ্রহণ করা, তাথেকে মাসআলা ইসতিম্বাত করা এটি কোন ধরনের বড় গবেষকের কাজ হতে পারে।


৫। হানযালা ইবনে আব্দুল্লাহ সুদুসী

★ ইবনে মাদানী (রহ) বলেন ইয়াহয়া ইবনে সাঈদ (রহ) বলেছেন আমি এই বর্ণনাকারীকে দেখেছি। কিন্তু ইচ্ছাকৃতভাবে তাকে ত্যাগ করেছি।

★ মায়মুন বলেন ইমাম আহমদ (রহ.) তাকে জয়ীফ বলেছেন।

★ আছরাম বলেছেন ইমাম আহমদ (রহ.) তাকে মুনকারুল হাদীস বলেছেন। অভাবিত ও আশ্চর্য জনক হাদীস বর্ণনা করেন।

★ সালেহ ইবনে আহমদ (রহ) বালেছেন আমার পিতা বলেছেন তিনি জয়ীফ।

★ ইবনে মুঈন (রহ) ও নাসায়ী (রহ) ও তাকে জয়ীফ বলেছেন।

★ ইমাম আবু হাতেম (রহ) বলেছেন লাইসা বিক্ববিয়্যিন।

★ ইমাম ইবনে হিব্বান (রহ) বলেছেন হানযালা ইবনে আব্দুল্লাহ তার কুনিয়ত ছিল আবু আব্দুর রহমান। শেষ বয়সে তার গড়বড় হয়ে গেছে। এমনকি জানতেন না যে রেওয়ায়াত তিনি করতেন সেখানে পুরাতন কথাগুলো গড়বড় করে একের সাথে আরেকটি মিলিয়ে বলে দিতেন।

★ ইয়াহইয়া ইবনে কাত্তান (রহ) তাকে পরিত্যাগ করেছেন। (আত্তারীফ বি আওহামী ৬/৩৪)

পর্যালোচনা : তিনি পরিত্যাক্ত এবং জয়ীফ। নিজেই জানতেননা তিনি কি বর্ণনা করছেন। প্রথমে তিনি তা কিরূপে বর্ণনা করেছিলেন। এরূফ জয়ীফ রাবীর হাদীছও আলবানী সাহেব তার সহীহ হাদীছে বর্ণনা করেছেন।

৬। সালেহ ইবনে বশীর

★ মুফাজ্জল গালাবী প্রমূখ বলেন ইবনে মুঈন তাকে জয়ীফ বলেছেন।

★  মুহাম্মদ ইবনে ইসহাক ‍সাফফানী প্রমূখ বলেছেন ইবনে মুঈন বলেছেন তিনি কিছুই না।

★ জা’ফর তায়ালাসী বলেছেন ইয়াহইয়া ইবনে মুঈন বলেছেন তিনি কিসসা কাহীনী বলতেন এবং তাঁর সকল বর্ণনা যেগুলো সাবেত থেকে বর্ণনা করেছেন সবই বাতিল। (ইমাম যাহাবী : তাহযীব ৪/৩৮৩)

★ হাসান ইবনে আলী আফফনকে বলেন হাম্মাদ ইবনে আন সালেহ থেকে কিছু হাদীস বর্ণিত আছে। তিনি বলেন তা মিথ্যা। (তারীখে বাগদাদ ৯/৩০৮)

★ আব্দুল্লাহ ইবনে আলী মদীনী বলেন আমার পিতা তাকে বড় জয়ীফ বলেছেন।

★ মুহাম্মদ ইবনে উসমান ইবনে আবী শায়বা বলেন আলী বলেছেন তিনি কিছুই না। জয়ীফ।

★ উমর ইবনে আলী বলেন তিনি জয়ীফুল হাদীস।

★ ইমাম বুখারী (রহ.) বলেছেন তিনি মুনকারুল হাদীস।

★ আজেরী বলেন আমি ইমাম আবু দাউদ থেকে জিজ্ঞেস করলাম তার হাদীস লেখা যাবে কি না? তিনি বলেন না।

★ ইমাম নাসায়ী বলেন তিনি জয়ীফ। তার হাদীস পরিত্যায্য। (তাহযীবুত্তহাযীব ৪/৩৮৩)

এরূপ জয়ীফ রাবীর বর্ণনাও আলবানী সাহেব সহীহ হাদীসের মধ্যে গণ্য করেছেন।



The Faults of Dr Jakir Naik :-

®
সে একমত হয়েছে যে, ‘পবিত্র কুরআনে ব্যাকরনগত ভুল আছে’ (নাউযুবিল্লাহ) (লেকচার সমগ্র
ভলিউম নং ১ পৃষ্টা নং ৫১২)
ভিডিও দেখুন>
www.youtube.com/watch?v=ZtfrJ6prJQo

সাবধান! এই কথাটা স্পষ্ট কুফর। পরে যদিও ওনি সঠিক ব্যাখ্যা দিয়েছেন কিন্তু (ভুল হয়েছে সেটা একমত - এটা স্পষ্ট কুফর এই কথার উপর তাকে তওবাহ করতে হবে)
- নুহ (আঃ) এর কওম তাদের রাসুলগনকে অস্বীকার করেছিল। অথচ উক্ত সম্প্রদায়ের জন্য একমাত্র ১জন নবী এসেছিলেন। সুতরাং রাসুলদের বলাটা কুরআনের ব্যাকারনগত ভুল। (নাউযুবিল্লাহ) খ্রিষ্টান এক ব্যাক্তির জবাবে জাকির নায়েক বলেছিল। আপনার সাথে একমত হতে পারে এটা ব্যবকরনগত ভুল (নাউযুবিল্লাহ)
প্রমান> click Here to zoom ↓






®
তাবিজ ব্যবহার করা শিরিক। কুরআন হাদিসে এর কোন অস্তিত্ব নেই।
ইসলামী শরীয়ত অনুযায়ী কাউকে (কোন ইমানদারকে) শিরিকের অপবাদ দিলে উল্টা সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে।
প্রমান ও জবাব :

https://m.youtube.com/watch?v=cVW7VgC4l8Y
তাবিজ - ঝাড়ফুক জায়েজ ও নাজায়েজ সম্পর্কে শরীয়তের বিধানঃ
http://sunni-encyclopedia.blogspot.com/2015/06/blog-post_4.html?m=0

®
- Muslims can have sex with female slaves without marry.

see:-
https://www.youtube.com/watch?v=dYr8l1hkp0U&app=desktop

®
- হায়াতুন্নবী (আঃ) অস্বীকারকারী।

স্পষ্টভাবে এই ফতোয়া বিরোদ্ধে গেল আল-কুরআনের নিচের আয়াত সমুহের যা স্পষ্ট কুফরঃ -
~ সুরা বাকারা ২: ১৫৪
~ আল-ইমরান ৩: ১৬৯


ভিডিও দেখুন> www.youtube.com/watch?v=vU7b1_EisVk


রাসুলুল্লাহ (দুরুদ) হায়াতুন্নবী :-
http://goo.gl/NZeT4y

★★★ হায়াতুন্নবী (সা) Catagorzied :

পর্ব : দুরুদ শরীফ ও সালাম সংক্রান্ত হাদিস থেকে হায়াতুন্নবী (সা) এর প্রমান :-
http://goo.gl/4ivLur

পর্ব: মেরাজের ঘটনায় হায়াতুন্নবী (আ) এর প্রমান :-
http://goo.gl/rB28tb

পর্ব : স্বপ্ন সংক্রান্ত হাদিস থেকে হায়াতুন্নবী (সা) এর প্রমান :-
http://goo.gl/EcrJVW

পর্ব : মৃত্যুর পর অনেক বছর অক্ষত থাকা এবং বিভিন্ন কর্মকান্ড প্রমান করে নবীগন ও অলীগন জীবিত :-
http://goo.gl/Uxf0xy

পর্ব : অন্যান্য নির্ভর‍যোগ্য হাদিস ও ঘটনা থেকে হায়াতুন্নবী (আ) এর প্রমান :-
http://goo.gl/fndJUV

পর্ব (১-২): কারামতে আউলিয়া ও বিভিন্ন নির্ভরযোগ্য ঘটনা থেকে :
http://goo.gl/vftlEQ
http://goo.gl/YV3e7A

পর্ব : বিভিন্ন হাদিসের (যুক্তি) থেকে হায়াতুন্নবী (সা) এর প্রমান :-
http://goo.gl/cP24HB

পর্ব : মুহাদ্দিসে কেরাম আকিদা থেকে থেকে হায়াতুন্নবী (আ) এর প্রমান :-
http://goo.gl/GTNBiS

পর্ব : আল-কোরআনের আয়াত ও তার ব্যাখ্যা থেকে হায়াতুন্নবী (আ) এর প্রমান :-
http://goo.gl/VykFsX

®
- ওসীলা নেয়া হারাম এমনকি রাসুলুল্লাহ (সা) থেকেও। এটা স্পষ্ট কুফর। এই আকিদায় বিশ্বাস রেখে মারা গেলে কাফির অবস্থায় মৃত্যুবরণ করবে।

ভিডিও দেখুন>
http://www.youtube.com/watch?v=W0PzyWiYai4
http://www.youtube.com/watch?v=RKEDafFbP00
https://m.youtube.com/watch?v=SgSpZxqsMks#

জবাবঃ সুরা মায়েদা ৩৫ নং আয়াতে (উসীলাতা) শব্দটি ব্যবহৃত হয়েছে।


রাসুলুল্লাহ (সা) এর উসিলায় জগত সৃষ্টি :-
http://goo.gl/KEFuQZ

যাদের উসীলায় যাদের শাফায়াতে অসংখ্য পাপী জান্নাতে যাবে।
http://goo.gl/JSBAS6

এমনকি কোন নেককার মুমিন বা ওলীর পাশে দাফন করলে তার উসীলায় পাপীগন এর নাজাত লাভঃ
http://sunni-encyclopedia.blogspot.com/2015/05/blog-post_82.html?m=1



®
- সে বলেছে ‘মিলাদুন্নবী মন্দ বিদআত এবং এসব নাকি খৃষ্টান দের রীতি।

ভিডিও দেখুন>
www.youtube.com/watch?v=UVx4kwIOdB

জবাবঃ আমাদের প্রানপ্রিয় মহানবী (সাঃ) এর পবিত্র বেলাদত (জন্মকে) এরুপ ভাবে নিকৃষ্টভাবে বর্ননাকারী স্পষ্ট গোমরাহী। রাসুলের আনুগত্য যেমন আল্লাহর আনুগত্য, রাসুলের প্রতি ভালবাসা যেমন আল্লাহর প্রতি ভালবাসা তেমনি রাসুলের শানে জেনে শুনে বিয়াদ্দবি মানে আল্লাহ ও রাসুলকে কষ্ট দেয়া।

"যারা আল্লাহ ও তাঁর রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তাদের প্রতি ইহকালে ওপরকালে অভিসম্পাত করেন এবং তাদের জন্যে প্রস্তুত রেখেছেন অবমাননাকর শাস্তি”।
(সূরা আহযাব : ৫৭)

বিদআত কি? বিদআতে হাসানা ও বিদআতে সাইয়া সম্পর্কে :
http://sunni-encyclopedia.blogspot.com/2015/06/blog-post_11.html?m=1

মিলাদুন্নবী صلى الله عليه و آله وسلم কুরআন ও হাদিসের আলোকে-
http://goo.gl/gnGt39

মিলাদুন্নবী (সা) ইমামগন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন ও মুজাদ্দিদিন গনের দৃষ্টিতে:-
http://goo.gl/vPka7y

Eid-Miladunnabi صلى الله عليه و آله وسلم Chelebration over 50 country
http://goo.gl/6hScmz

®
- সে বলেছে ‘ওযু ছাড়া পবিত্র কুরআন স্পর্শ করা ও পড়া যাবে সে মুসলিম হোক বা অমুসলিম। কুরআন স্পর্শ করার জন্য ওযু ফরজ নয় । কারন সুরা ওয়াকিয়া তে যে আয়াতে পবিত্রতা ছাড়া কুরআন স্পর্শ করার কথা বলআ হয়েছে তা এই কুরআন না লাওহে মাহফুয এর কুরআন।(লেকচার সমগ্র ভলিউম নং ২ পৃষ্টা নং ৬২৬)

 তাহলে আমার প্রশ্ন হল এই কুরআন কি লাওহে মাহফুজ এর কুরআন নয়?
বা এই কুরআনের মর্যাদা কি নাজিল হওয়ার পর কমে গেছে?

ভিডিও দেখুন > www.youtube.com/watch?v=RaMwSNWFhzI

®
- ঋতুবর্তী মহিলারা কোরআন পড়তে পারবে। এছাড়াও সবাই ওযু ছাড়া কুরআন স্পর্শ করতে পারবে। (নাউযুবিল্লাহ) জাকির নায়েক ও বিল্লাল ফিলিপ্স এই মত দিয়েছে মুলত তা নাসিরুদ্দিন আলবানীর ফতোয়া মোতাবেক।

https://m.youtube.com/watch?v=u6ujoLmrbfM
https://m.youtube.com/watch?v=4nJgD2EARhg 

®
- সে ‘ইয়াজিদের নামের সাথে ‘রাদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ‘ [Peace Be Upon Him] এই পবিত্র বাক্য ব্যবহার করে হযরত ঈমাম হোসাইনকে (রাঃ) অপমান করেছেন ‘
- কারবালার যুদ্ধকে হক ও বাতিলের পার্থক্য না বলে Political War বলে অভিহিত করা।

ভিডিও দেখুন :-
https://m.youtube.com/watch?v=cVW7VgC4l8Y
http://www.youtube.com/watch?v=1mMQbR_48IU

জবাবঃ
কারবালার ক্রিমিনাল কুখ্যাত ইয়াজিদ ড. জাকির নায়েকের চোখে হিরো !!!
http://goo.gl/2aqwdm

ইয়াজিদ সম্পর্কে আহলুস- সুন্নাহ এর ফতোওয়া (পর্ব ১-২) : -

http://goo.gl/uuBGv8
http://goo.gl/qqBkGy

ইয়াজিদ কি ন্যায়সঙ্গত উত্তরাধিকারী?
http://goo.gl/hyGvBy

ইয়াজিদকে লানত দেয়া প্রসংগেঃ
https://goo.gl/PXnQh0

 ইয়াজিদ সম্পর্কে ইমাম বুখারী (রহ) এর নামে মিথ্যাচারকারী ড জাকির নায়েকের জবাবঃ
http://sunni-encyclopedia.blogspot.com/2015/07/blog-post_30.html?m=1

ইতিহাস ও সহিহ হাদিসের কাঠগড়ায় ইয়াজিদ বিন মুয়াবিয়াঃ
http://sunni-encyclopedia.blogspot.com/2015/10/blog-post_19.html?m=1


ইয়াজিদ, যিয়াদ ও কারবালা যুদ্ধের হিংস্র নরপশুদের করুন পরিনতি :-
http://goo.gl/7xlvEa


®
- দ্বীন ইসলামে শবে কদর আছে কিন্তু শবে বরাতের ব্যাপারে কোন সহিহ হাদিসের দলিল নেই ।
Note: এই ভিডিও টি ওহাবী ও সালাফীদের থেকে প্রচারিত :-

https://m.youtube.com/watch?v=xPsX92ZgopY

জবাবঃ

★★★ শবে বরাত সম্পর্কে অগনিত রেফারেন্স সহ সুবিশাল পোস্ট সমুহ দেখুন এখানেঃ

https://goo.gl/Plgnrz


®
- বিশ্ব-বিখ্যাত যুগশ্রেষ্ঠ তাবেয়ী ও শ্রেষ্ট ফকীহ ইমাম আযম আবু হানীফা (রাহঃ) সম্পর্কে মিথ্যা অপবাদ ও মিথ্যা অপ-প্রচার ।

- ডাঃ জাকির নায়েক বলেন-
ইমাম আবু হানীফা (রাহঃ) ভুল করেছেন,
ইমাম শাফেয়ী (রহ) ভুল করেছেন,
ইমাম মালেক (রহ) ভুল করেছেন,
ইমাম হাম্বলী সবাই শুধু ভুল করেছেন,
[ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম নং-৫, পৃষ্ঠা=৯২ ]


®
- সে মাজহাব মানার বিপক্ষে। মাজহাব মানা জরুরী নয়। (লেকচার সমগ্র:০৫/ পৃষ্টা নং ১০২।)
তার যুক্তি ,
আমাদের কুরআন সুন্নাহ অনুসরন করা উচিত মাজহাব কেন? তাই মাযহাব অনুসরন করা যাবে না।
https://m.youtube.com/watch?v=sMWEHN8SuCg

জবাবঃ


মাযহাবের তাকলিদ বা অনুসরন :-

http://goo.gl/dFHA7T


প্রশ্নোত্তরে হানাফী মাযহাব:-

http://goo.gl/q2cYgB


প্রশ্নোত্তরে মাযহাবের তাক্বলিদ (পর্ব ১-২)


http://goo.gl/LeK1AT
http://goo.gl/Kuf2JE

®
- জুমআর খোতবা আরবীতে হওয়া জরুরী নয়। তা যেকোন ভাষায় দেয়া যাবে। (লেকচার সমগ্র:০৪/ পৃষ্টা নং ২৩৯।)

®
- তারাবীর নামাজ ৮ রাকাত, ১৩, ২০,৩৬ ইত্যাদি রাকাত হাদিসে এসেছে কিন্তু রাসুলের সুন্নাত (মানে রাসুলের আমল) যদি অনুসরন করতে চাই তবে তিনি ৮ রাকাত পরেছেন তাই আমাদের ৮ রাকাত পড়া সুন্নত। আবার বলেছে তা যত খুশি তত আদায় করা যাবে।
( লেকচার সমগ্র:০৫/ পৃষ্টা নং ২৪৭।)
প্রমান>
https://m.youtube.com/watch?v=sMWEHN8SuCg

জবাব: তিনি বুখারী শরীফ থেকে ৮ রাকাত যে তারাবিহ এর নামাজের দলিল দিয়েছেন দু:খের বিষয় তা ইমাম বুখারী (বুখারী শরীফের তাহাজ্জুদ অধ্যায়ে) বর্নানা করেছেন তাহলে এটা কি তারাবিহ এর দলিল নাকি তাহাজ্জুদের দলিল? অথচ সহিহ হাদিসে স্পষ্ট মতামত ২০ রাকাতই পাওয়া যায়। এটাও মুলত আলবানীর ফতোয়াকে অন্ধ অনুসরন।

জাকির নায়েক তারাবিহ ৮ রাকাত মত দিয়েছে অথচ বিশুদ্ধ মত দেখেন ২০ রাকাতের পক্ষে (পর্ব ১-২) :-
http://goo.gl/kVZGZr
http://goo.gl/vB9NC9

®
- যারা হিন্দুস্থানে বাস করে তারা সকলে হিন্দু! কাজেই আমাকে বলতে পারেন। (খোদবাতে জাকির নায়েক:০২/ পৃষ্টা নং ৩৬৯।)
এই লেকচার ৩ ঘন্টার আমি নিজে শুনেছি তাকে এটা বলতে।

https://m.youtube.com/watch?v=CW4-8ZKr-Cs

®
- মহিলাদের মসজিদে গিয়ে নামাজ পড়তে কোন অসুবিধা নাই। (লেকচার সমগ্র:০৪/ পৃষ্টা নং ২৩৪।)
জবাবঃ


মহিলাদের মসজিদে গমন ও জামায়াতে নামায আদায় করা যাবে কিনা?

http://goo.gl/Zkhj5L

®
- পুরুষ এবং মহিলাদের নামাজে কোন পার্থক্য নাই। (লেকচার সমগ্র:০৪/ পৃষ্টা নং ২৪৫।)

জবাবঃ

পুরুষ ও মহিলাদের নামাযের মধ্যে পার্থক্যঃ
http://goo.gl/bbepdd

®
-  শিয়াদের মধ্যে আর সুন্নীদের মধ্যে নাকি কোন আকিদাগত পার্থক্য নাই, রাজনিতিক পার্থক্য । (লেকচার সমগ্র:০৪/ পৃষ্টা নং ৩৬৮।)

জবাবঃ
শিয়ারা আল-কোরআন নিয়ে সন্দেহ করে। সিহাহ সিত্তাহ মানে না। আমি নিজে দেখেছি অনেক সাহাবীগনকে কাফির-মুনাফিক বলে। কোন সুন্নী এমন ভ্রান্ত আকিদায় আছে বলে আমার জানা নেই।

®
- আল- কুরআনের যে সমস্ত আয়াতের ভুল ব্যখ্যা দিয়েছে সেগুলো এখানে এক নজরে (নিচে বিস্তারিত আলোচনা করা হল) :-

★ আল্লাহ পাক, উনার সবকিছুর উপর ক্ষমতা রয়েছে কিন্তু আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করতে অক্ষম।
(Is Quraan Word of God, from the CD “Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)

ভুল ব্যখ্যা হিসেবে ব্যবহৃত আয়াত :-
~ সুরা বাকারা : ১০৬ ও ১০৮,
~ সূরা আল ইমরান : ২৯,
~ সূরা নেহাল : ৭৭
~ সূরা ফাতির : ১


®
★ সে আরবী “ছদর” শব্দের অর্থ "ক্বলব" বিকৃত করে তার পরিবর্তে “মস্তিস্ক” করেছে।

(Is Quraan Word of God, from the CD-”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)

তাতে যে আয়াত গুলোর অর্থ বিকৃত হয়েছে :-

~ ত্ব-হা এর : ২৫
~ সূরা মুনাফিকুন : ৩,
~ সূরা বাক্বারা : ৭,
~ সুরা আন-আম  ২৫,
~  সূরা আ’রাফ : ১০০,
~ সূরা ইউনুস : ৭৪,
~ সূরা রূম : ৫৯
~ সূরা নাস : ৫


- আরবী”হুর”শব্দটির অপ-ব্যাখ্যা ,

- কুস্তনতুনীয়া সম্পর্কিত হাদীস শরীফের অর্থ বিকৃতি করে ইয়াজিদকে নিয়ে  ভ্রান্ত মতবাদ সৃষ্টি করা।

- দাজ্জাল সম্পর্কে মন গড়া ভ্রান্ত মতবাদ

- ঈদের দিন জুমার নামায পড়া লাগেন না,
[ ডাঃ জাকির নায়েক লেকচার, ভলিয়াম ৫, পৃষ্ঠা=৪৭৬ ]

- তারাবীহ ও তাহাজ্জুদ একই নামায

- ফজরের আযানের পর সাহরী খাওয়া যাবে বলে ভ্রান্ত মতবাদ

- ভূল অজ্ঞতা বা বাধ্যতার কারনে রোযা না ভাঙ্গার ভ্রান্ত মতবাদ

- ৩ তালাক কে ১ তালাক বলে ভ্রান্ত মতবাদ

- খৃষ্টান শার্ট-প্যান্ট-টাই -কোর্ট এই গুলো নামায আদায়ের সবচাইতে উত্তম পোষাক ।

- কাকড়া ও কচ্ছপ খাওয়া হালাল।

- রাসুলুল্লাহ (সাঃ) এর একাধিক বিবাহ ছিল”রাজনৈতিক উদ্দেশ্য"।

- ডাঃ জাকির নায়েকের সমাবেশে একসাথে নারী-পুরুষদের পর্দা নষ্ট করে নারী-পুরুষ একসাথে ইসলাম -খৃষ্টান ধর্ম ও হিন্দু ধর্মের ব্যপক প্রচার ও প্রসার ।
অথচ ইসলামে এটাও পর্দার চরম লংঘন।


★★★নিচে আরো কিছুর সংক্ষিপ্ত ব্যখ্যাসহ বর্ননা করা হল :-

★ জাকির নায়েক এক লেকচারে বলেছে যে, আল্লাহ পাক, উনাকে যে কোন সুন্দর নামে ডাকা যাবে। যুক্তি হিসেবে সে হিন্দুদের বেদ থেকে কতগুলো শ্লোক তুলে ধরে বলেছে যে, আল্লাহ পাক, উনাকে হিন্দুদের দেবতার নাম ধরেও ডাকা যাবে। যেমনঃ ব্রহ্মা অর্থ সৃষ্টিকর্তা (খলীক্ব), বিষ্ণু অর্থ প্রতিপালক (রব) ইত্যাদি। (নাউযুবিল্লাহ মিন যালিক)

(Concept of God in Major religions- from the CD-”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)

তাহলে জাকির নায়েকের যুক্তি মতে আল্লাহ পাক, উনাকে মুহম্মদ, আহমদ, হাসান প্রভৃতি নামেও ডাকা যাবে কারণ নাম মুবারক গুলো সুন্দর (নাউযুবিল্লাহ)। আল্লাহ পাক কুরআন মজিদের সুরা আ’রাফ এর ১৮০ নম্বর আয়াত শরীফ এ ইরশাদ করেন, “আর আল্লাহ পাক, উনার রয়েছে উত্তম সব নাম মুবারক। কাজেই সেই সব নাম মুবারক এ উনাকে ডাকো।” সুতরাং আল্লাহ পাক, উনাকে ৯৯টি নাম মুবারক এ ডাকা যাবে।

★ জাকির নায়েক সুরা বাকারা এর আয়াত শরীফ ১০৬ ও ১০৮, সূরা আল ইমরান আয়াত শরীফ ২৯, সূরা নেহাল আয়াত শরীফ ৭৭ এবং সূরা ফাতির আয়াত শরীফ ১ ইত্যাদি উল্লেখ করে বলেছে যে, আল্লাহ পাক, উনার সবকিছুর উপর ক্ষমতা রয়েছে কিন্তু আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করতে অক্ষম। সে আরো বলেছে যে, আল্লাহ পাক সৃষ্টি করতে অক্ষম এমন ১০০০ জিনিসের তালিকা সে তৈরী করতে পারবে। যেমনঃ আল্লাহ পাক লম্বা বেটে মানুষ তৈরী করতে অক্ষম, আল্লাহ পাক তাকে উনার সৃষ্টি জগতের বাহিরে নিক্ষেপ করতে অক্ষম ইত্যাদি। (নাউযুবিল্লাহ মিন যালিক)

(Is Quraan Word of God, from the CD “Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)
অথচ আল্লাহ পাক সুরা ইখলাছ এ ইরশাদ করেন,“আমি (আল্লাহ পাক) বেনিয়াজ।” তাহলে কি করে বলা যেতে পারে যে, আল্লাহ পাক সব কিছু সৃষ্টি করতে পারেন না? একটা সময় তো ছিলো যখন সময়ই ছিল না, আল্লাহ পাক সময় সৃষ্টি করলেন। আল্লাহ পাক পিতা-মাতা ব্যতীত হযরত আদম আলাইহিস সালাম, উনাকে সৃষ্টি করলেন। আল্লাহ পাক পিতা ব্যতীত হযরত ঈসা আলাইহিস সালাম, উনাকে সৃষ্টি করলেন। এর কি জবাব জাকির নায়েক দেবে?

★ জাকির নায়েক সুরা ত্ব-হা এর আয়াত শরীফ ২৫ এর অর্থ বিকৃত করে বলেছে “হে আল্লাহ পাক ! আমার মস্তিস্ককে (কেন্দ্র) প্রশস্ত করে দিন।” সে আরবী “ছদর” শব্দের অর্থ করেছে “মস্তিস্ক” কারণ হিসেবে উল্লেখ করেছে যে, বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে কল্বব নয় বরং মস্তিস্কই সকল চিন্তা শক্তির উৎস। (নাউযুবিল্লাহ মিন যালিক)

(Is Quraan Word of God, from the CD-”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)

সূরা মুনাফিকুন আয়াত শরীফ ৩, সূরা বাক্বারা আয়াত শরীফ ৭, সুরা আন আম আয়াত শরীফ ২৫, সূরা আ’রাফ আয়াত শরীফ ১০০, সূরা ইউনুস আয়াত শরীফ ৭৪, সূরা রূম আয়াত শরীফ ৫৯ এ মহান আল্লাহ পাক অবিশ্বাসীদের কল্ববে মোহর প্রসঙ্গে বলেছেন এবং সূরা নাস এর আয়াত শরীফ ৫ মহান আল্লাহ পাক ইরশাদ করেন যে শয়তান মানুষের ছুদুর (কল্বব) এ অসওয়াসা দেয়। তাহলে এ দ্বারা প্রমাণিত হয় যে, মানুষের চিন্তাশক্তি মুলত কল্বব থেকেই। তাই সুরা ত্ব-হা এর ২৫ নম্বর আয়াত শরীফ এর অর্থ হবে, “হে আল্লাহ পাক ! আমার কল্ববকে প্রশস্ত করে দিন।” অথচ সে অবলিলায় যা মনে আসছে তাই বিকৃত করে যাচ্ছে।


★ জাকির নায়কে কুরআন শরীফ এর আয়াত শরীফ এর সাথে কবির দাস (ভারতের তথাকথিত এক মুসলমান যে ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মকে এক করার অপচেষ্টা চালিয়েছে) এর শ্লোকের তুলনা করেছে। (নাউযুবিল্লাহ মিন যালিক) (concept of God in major religions- from the CD-”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) মহান আল্লাহ পাক সূরা ইমরানের ১৯ নম্বর আয়াত শরীফ এ ইরশাদ করেন, “নিশ্চয়ই আল্লাহ পাক, উনার নিকট একমাত্র মনোনীত দ্বীন হচ্ছে ইসলাম।” আবার একই সূরার ৮৫ নম্বর আয়াত শরীফ এ আল্লাহ পাক ইরশাদ করেন, “যে দ্বীন ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম বা মতবাদের নিয়ম-নীতি গ্রহণ করবে সেটা তার থেকে গ্রহণ করা হবে না এবং সে পরকালে ক্ষতিগ্রস্থদের অর্থাৎ জাহান্নামীদের অন্তর্ভূক্ত হবে।” তাহলে একজন মুসলমান কি করে কুরআন শরীফ এর সাথে বাতিল ধর্মের সাদৃশ্য খুজতে পারে?


★ জাকির নায়েক শিশুদের প্রসঙ্গে বলতে গিয়ে বলেছে যে, শিশুদের “সিরাতুম মুস্তাকিম” এর উপর দৃঢ় রাখতে হলে আধুনিক প্রযুক্তি ও ইসলামিক খেলাধুলা প্রয়োজন।(নাউযুবিল্লাহ মিন যালিক) (Dawah or Destruction, question and answer session – from the CD-”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) জাকির নায়েক তার এই বক্তব্যে মাধ্যমে চরম জাহিলিয়তা প্রকাশ করেছে। কারণ তার বক্তব্যনুযায়ী যখন প্রযুক্তি উন্নত ছিলনা তখন মানুষ সিরাতুম মুস্তাকিম এর উপর দৃঢ় ছিলনা এবং হারাম কাজ দ্বারা সিরাজতুম মুস্তাকিম এর উপর দৃঢ় থাকা যায়। হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সালাম “মুসতাদেরেকে হাকিম” এ ইরশাদ করেন, “সমস্ত খেলাধুলা হারাম।” তাহলে “ইসলামিক খেলাধুলা” কথাটি কোন পর্যায়ের জাহিলতি তা বলার অপেক্ষাই রাখেনা। বরং আল্লাহ পাক এবং উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, উনাদের সন্তুষ্টির মাধ্যমে সিরাতুম মুস্তাকিম এর উপর দৃঢ় থাকা সম্ভব।


★ জাকির নায়েক বলেছে যে, সে অন্ধভাবে পরকাল, জান্নাত, জাহান্নাম, রূহ, জ্বিন, ফেরেস্তা বিশ্বাস করে না। সে যুক্তি এবং সম্ভবনা তত্ত্ব (theory of probably) দ্বারা বিশ্বাস করে। (নাউযুবিল্লাহ মিন যালিক) (Quraan and Modern Science- conflict or conciliation- —”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) তার এই বক্তব্য স্পষ্টতঃ সূরা বাক্বারা এর ২ এবং ৩ নম্বর আয়াত শরীফ বিরোধী। আল্লাহ পাক ইরশাদ করেন, “এ সেই কিতাব মুবারক যাতে কোন সন্দেহ নেই। মুত্তাকিদের জন্য যারা অদৃশ্যের উপর বিশ্বাস স্থাপন করেছে।”


★ জাকির নায়েক ইসলামে বহু বিবাহের কারণ হিসেবে নারীদের সাংখ্যাধিক্যকে তুলে ধরেছে। করে। (নাউযুবিল্লাহ মিন যালিক) (Quraan and Modern Science- conflict or conciliation- —”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) তার এই ব্যাখ্যা স্পষ্টতঃ মনগড়া ও বানোয়াট। কারণ আল্লাহ পাক এবং উনার হাবীব হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা বহু বিবাহের কারণ নারীর আধিক্য এ কথা বলেননি। বুখারী ও মুসলিম শরীফ ইরশাদ হয়েছে, “কেয়ামতের লক্ষণ হলো- জ্ঞানচর্চা উঠে যাবে, মূর্খতা বৃদ্ধি পাবে, ব্যভিচারের প্রসার হবে, মদ্যপান বেড়ে যাবে,পুরুষের সংখ্যা কমে যাবে এবং নারীর সংখ্যা বৃদ্ধি পাবে।” জাকির নায়েক যদি এই হাদীছ শরীফ দ্বারা ব্যাখ্যা দিয়ে থাকে তবে ইসলামের প্রাথমিক যুগের ব্যাপারে কি বলবে?


★ জাকির নায়েক আযানকে মুসলমানদের “আন্তর্জাতিক সংগীত” হিসেবে উল্লেখ করেছে।(নাউযুবিল্লাহ মিন যালিক) (Salaah- The programming towards righteousness- —”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12) ইসলামে সংগীত সম্পূর্ণ হারাম। মহান আল্লাহ পাক সূরা লুকমান এর ৬ নম্বর আয়াত শরীফ এ ইরশাদ করেন, “মানুষের মধ্যে কিছু লোক রয়েছে যারা লাহওয়াল হাদীছ (গান-বাজনা) খরিদ করে থাকে। যেনো বিনা ইলমে মানুষদেরকে আল্লাহ পাক উনার পথ থেকে বিভ্রান্ত করে এবং হাসি-ঠাট্টা রূপে ব্যবহার করে, তাদের জন্য অপমানজনক শাস্তি রয়েছে।” হুযুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, “আমি বাদ্যযন্ত্র ও মুর্তি ধ্বংসের জন্য প্রেরিত হয়েছি।” তাহলে আযানকে হারাম সংগীতের সাথে তুলনা করা কত বড় কুফরী কাজ তা বলার অপেক্ষা রাখেনা।


★ জাকির নায়েক সূরা বাক্বারা এর ২৩ নম্বর আয়াত শরীফ উল্লেখ করে বলেছে যে, আল্লাহ পাক কুরআন শরীফ তৈরী করেছেন।(নাউযুবিল্লাহ মিন যালিক) (Salaah- The programming towards righteousness- —”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik,Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) তার এই বক্তব্য প্রমাণ করলো সে বাতিল মোতাজিলা ফিরকার অনুসারী। কারণ মোতাজিলা ফিরকার অনুসারীরা কুরআন শরীফ কে আল্লাহ পাক উনার মাখলুকাত তথা সৃষ্টিবস্তু মনে করে। মুলতঃ কুরআন শরীফ আল্লাহ পাক উনার কালাম।


★ জাকির নায়েক নাস্তিকদেরকে স্বাগত জানায় কারণ তারা কলেমা শরীফ এর প্রথম অংশ “লা ইলাহা” অর্থাৎ “কোন প্রভু নেই” স্বীকার করে। (নাউযুবিল্লাহ মিন যালিক) (Quraan and Modern Science- conflict or conciliation- —”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) প্রথমত কালেমা শরীফ এর প্রথম অংশ হলো “লা ইলাহা ইল্লালাহ” অর্থাৎ “আল্লাহ পাক ব্যতীত কোন ইলাহ নেই” কিন্তু জাকির নায়েক “ইল্লালাহ” বাদ দিয়ে বলেছে। দ্বিতীয়তঃ তার মত কুফরী আক্বীদা পোষণ করে কেউ যদি সারা জীবন কলেমা শরীফ পড়েও থাকে তবুও সে ৭২টি বাতিল ফিরকার সাথে জাহান্নামী হবে।


★ জাকির নায়েক বলেছে যে, মুসলমান এবং হিন্দুদের মধ্যে মুল পার্থক্য হলো মুসলমান বিশ্বাস করে সবকিছু সৃষ্টিকর্তার অর্থাৎ everything is God’s অন্যদিকে হিন্দুরা বিশ্বাস করে সবকিছু সৃষ্টিকর্তা অর্থাৎ everything is God. (নাউযুবিল্লাহ মিন যালিক) (Universal brotherhood- ——”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions) জাকির নায়েকের ভাষ্য মতে, মুসলমান ও হিন্দুদের মধ্যে পার্থক্য হলো এক সৃষ্টিকর্তায় বিশ্বাস অর্থাৎ তওহীদে বিশ্বাস। তার যুক্তিমতে হিন্দুদের জাত ব্রাহ্মণরাও মুসলমান কারণ তারাও এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী। প্রকৃত আহলে কিতাব (ইহুদী, খৃষ্টান)রা এক সৃষ্টিকর্তায় বিশ্বাসী ছিল, সুতরাং জাকির নায়েকের যুক্তি মতে তারা মুসলমান। কিন্তু মুসলমান হওয়ার মূল শর্ত হলো তওহীদের সাথে রিসালতে বিশ্বাসী হবে এবং আক্বীদা শুদ্ধ হবে।



★ জাকির নায়েক তার চরম মূর্খতা জাহির করে বলেছে যে, কোন ধর্মীয়গ্রন্থটি প্রকৃত পক্ষে সৃষ্টিকর্তা উনার কালাম?, তার চুড়ান্ত পরীক্ষা বিজ্ঞান দ্বারা সম্ভব। (নাউযুবিল্লাহ মিন যালিক)
(Symposium- religion in the right perspective——”Presenting Islaam and Clarifying Misconceptions –Lecture series by Dr.Zaakir Naik, Developed by AHYA Multi-Media- 12 Enlightening Sessions)
আমরা বিশ্বাসী তাই বিজ্ঞান দিয়ে কুরআনের সত্যতা নয় কুরআন দিয়ে বিজ্ঞান এর বিশ্লেষণ করব।
জাকির নায়েকের এই বক্তব্য স্পষ্টত কুরআন শরীফ বিরোধী। মহান আল্লাহ পাক সূরা বাক্বার এর ২ নম্বর আয়াত শরীফ এ ইরশাদ করেন, “এ সেই কিতাব, যাতে কোন সন্দেহ নেই, এটি মুত্তাকীদের জন্য পথ প্রদর্শক।” যেখানে মহান আল্লাহ পাক কুরআন শরীফ এর ব্যাপারে সন্দেহ পোষণ করতে নিষেধ করলেন, সেখান জাকির নায়েক কি করে কুরআন শরীফ এর শুদ্ধতা বিজ্ঞান দ্বারা করতে চায়? বরং বিজ্ঞান নামক ইলমটি কুরআন শরীফ এর অংশ মাত্র।



★ সুরা মুমতাহিনা ১২ নং আয়াতের উডভট সব ব্যখ্যা :-

ইরশাদ হচ্ছে, হে নবী! ঈমানদার নারীরা যখন আপনার কাছে এসে এ মর্মে বাইয়াত করে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। [সূরা মুমতাহিনা ১২] -------------------------------
ডা. সাহেব এই আয়াতের তাফসিরে বলেন-‘এখানে বাইয়াত শব্দ ব্যবহার করা হয়েছে। আর বাইয়াত শব্দে আমাদের আজ কালের ইলেকশনের অর্থও শামিল আছে। কেননা নবীজি সা. আল্লাহ তা’য়ালার রাসূলও ছিলেন সেই সাথে রাষ্ট্রপতিও ছিলেন। আর বাইয়াত দ্বারা উদ্দেশ্য তাকে সরকার প্রধান হিসেবে মেনে নেয়া ছিল। ইসলাম সেই যুগে নারীদের ভোট দেয়ার অধিকার অর্পণ করেছিল। [ডা. জাকির নায়েক, ইসলাম মেঁ খাওয়াতীনকে হুকুম : [৫ পৃষ্ঠা]



ডাক্তার জাকির নায়েক সম্পর্কে বিভিন্ন প্রতিষ্ঠানসমূহের ফাতওয়া



তাবলিগের প্রানকেন্দ্র দারুল উলুম দেওবন্দের ফাতওয়াঃ দারুল উলূম দেওবন্দ মাদরাসার ফাতওয়া বিভাগের পক্ষ থেকে ডাক্তার জাকির নায়েক সম্পর্কে ফাতওয়া প্রদান করে বলা হয়েছে যে, “এই ব্যক্তি নিজে পথভ্রষ্ট এবং অপরকে পথভ্রষ্টকারী।

লেকচার পদ্ধতিতে আধুনিক প্রচার মাধ্যম গ্রহণ করে যে কাজ সে চালিয়ে যাচ্ছে, তার সারাংশ হলঃ

(ক) গোটা উম্মতকে হযরত আয়িম্মায়ে মুজতাহিদীন ও ইসলামের প্রসিদ্ধ চার ইমাম (রহ.)-এর অনুসরণ থেকে বের করে লা-মাজহাবী বানানো।

(খ) দ্বীনের বিজ্ঞ উলামায়ে কিরামের প্রতি সাধারণ মুসলমানদের যে আস্থা ও নির্ভরতা রয়েছে, তা উঠিয়ে দেয়া এবং এ আস্থা ও নির্ভরতাকে কলঙ্কিত করতে যত রকমের কলাকৌশল ও অস্ত্র ব্যবহার করা যায়, তা ব্যবহার করা।

(গ) ফাসিক বেদ্বীনদের চাল-চলন ও বেশ-ভূষার প্রতি সাধারণ মুসলমানদের অন্তরে যে ঘৃণা রয়েছে, তা উপড়ে ফেলা।

(ঘ) ইসলামী শরীয়তের আহকাম ও আকায়িদ-ইবাদতেরতাহকীক-বিশ্লেষণএবং আমল করার ব্যাপারে সাধারণ মুসলমানগণ যে বিজ্ঞ আলেম-উলামাগণের সাথে জুড়ে আছেন, তাদের সেই সম্পর্ককে আলেমগণ থেকে ছিন্ন করে তার নিজের ও তার কম্পাউন্ডের স্কলারদের সাথে জুড়ে দেয়া ইত্যাদি।…তাই মুসলমানদের তার ফিতনা থেকে দূরে থাকা কর্তব্য।” ফাতওয়া বিভাগ, দারুল উলুম দেওবন্দ, ফাতওয়া নং ৩১৩৯২, ফাতওয়া প্রদানের তারিখ : ১০ এপ্রিল ২০১১ ইং।

এমনকি ডাঃ জাকির নায়িককে বিশ্বের ৫০০ এর অধিক ইসলামিক ইন্সটিটিউট থেকে “কাফির” ফতোয়া দিয়েছে বিস্তারিত দেখুন>
www.cifiaonline.com/drzakirnaik.htm




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন