নামধারী ফিরকায়ে আহলে হাদিস লা মাঝাবীরা জবাব দাও।
কুরআন এক, হাদীস এক তাইলে তোমাদের নেতাদের মধ্যে এতো মতভেদ কেন?
****************************
ওযুতে ধারাবাহিকতা রক্ষার বিধান।
প্রথম বক্তব্য: ওযুর অঙ্গসমূহ ধারাবাহিকভাবে একের পর এক ধৌত করা ওয়াজিব।
এটি ইবনে বায [১] ও ইবনে উসাইমিন [২] রহ. এর বক্তব্য।
দ্বিতীয় বক্তব্য: ওযুতে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব নয়।
এটি আলবানী [৩] সাহেবের অভিমত।
রেফারেন্স:
[১] মাজমুউ ফাতাওয়া ও মাকালাত, খ.৩, পৃ.২৯৪। খ.১০, পৃ.১০২,১০৬। আল-ফাওয়াইদুল জালিয়্যা, পৃ.৫২।
[২] আশ শরহুল মুমতা, খ.১, পৃ.২১৭-২১৮। মাজমুউ ফাতাওয়া ও রসাইল, খ.১১, পৃ.১৪১-১৪৪।
[৩]সিলসিলাতুল আহাদিসিস সহীহা, ১/১/৫২৫। হাদীস নং ২৬১। তামামুল মিন্না,পৃ.৮৮।
উৎস: নামায সংক্রান্ত মাসআলায় আরব আলেমদের মাঝে মতবিরোধ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন