শনিবার, ২০ ফেব্রুয়ারী, ২০১৬

জান্নাতের সুসংবাদ প্রাপ্ত ১০ সাহাবীর নামঃ





পবিত্র কোরআনের অন্যত্র আল্লাহ তাআলা তাদের শ্রেষ্ঠত্বের প্রমাণে নিম্নোক্ত আয়াত নাযিল করে বলেন : ‘মুহাজির ও আনছারগণের মধ্যে অগ্রবর্তী সাহাবীগণ এবং কল্যাণকর্মের মাধ্যমে তাদের অনুসারীগণের প্রতি আল্লাহ সন্তুষ্ট হয়েছেন। আর তারাও তার প্রতি সন্তুষ্ট হয়েছেন।’ (আত-তাওবাহ ১০০)

সাহাবিদের প্রশংসায় রাসুল (সা) বলেছেন, ‘আমার উম্মতের মধ্যে তারাই সব চাইতে নেক লোক যাদের মাঝে আমি প্রেরিত হয়েছি।’ অন্য বর্ণনায়, রাসুল (সা) বলেছেন: ‘সবচাইতে সেরা মানব আমার সাহাবাগণ।’

আবদুল্লাহ ইবন উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, ‘তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবিদের গালাগাল করো না। কেননা তাদের এক মুহূর্তের (ইবাদতের) মর্যাদা তোমাদের প্রত্যেকের জীবনের আমলের চেয়ে বেশি।’ (ইবন মাজা : ১৬২)


তবে সাহাবাগণের মধ্যে এমন দশ সাহাবা রয়েছেন, যারা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবি বলে পরিচিত। আরবি আশারা শব্দের অর্থ দশ। আর মুবাশশারা শব্দের অর্থ সুসংবাদপ্রাপ্ত। অর্থাৎ যারা দুনিয়ায় বেহেশেতের সুসংবাদ পেয়েছে তাদের আশারায়ে মুবাশশারা বা বেহেশেতের সুসংবাদপ্রাপ্ত দশ সাহাবি বলা হয়।

তাদের সম্পূর্ণ তালিকা হলো:
– হযরত আবূ বাকর সিদ্দীক (রা)
– হযরত উমার বিন খাত্তাব (রা)
– হযরত উসমান বিন আফফান (রা)
– হযরত আলী বিন আবি তালিব (রা)
– হযরত আবূ উবাইদাহ বিন জাররাহ (রা)
– হযরত সা’দ বিন আবি ওয়াক্কাস (রা)
– হযরত আবদুর রহমান বিন আওফ (রা)
– হযরত যুবাইর বিন আওম (রা)
– হযরত তালহা বিন উবায়দুল্লাহ (রা)
– হযরত সাঈদ বিন যায়দ (রা)।

এই দশজন সাহাবি সম্পর্কে অনেক হাদিস বর্ণিত হয়েছে। তাদের মর্যাদা সম্পর্কে হজরত রাসূলুল্লাহ (সা.) বলেন, আবু বকর জান্নাতি, উমর জান্নাতি, উসমান জান্নাতি, আলী জান্নাতি,তালহা জান্নাতি, যুবাইর জান্নাতি, আবদুর রহমান জান্নাতি, সাদ বিন আবি ওয়াক্কাস জান্নাতি, সাঈদ ইবনে যায়েদ জান্নাতি এবং আবু উবায়দা ইবনুল জাররাহ (রা.)। -তিরমিজি

ইংরেজীতে বিস্তারিত পড়ুনঃ




→→ The narration pertaining to these ten companions is recorded by Ahmad (1/193) and At-Tirmithee (no. 3747) 
Abdur-Rahmaan Ibn ‘Awf (radiallahu anhu) 
narrated that the Prophet (salallahu alayhi wassalam) said:


أَبُو بَكْرٍ فِي الْجَنَّةِ وَعُمَرُ فِي الْجَنَّةِ وَعَلِيٌّ فِي الْجَنَّةِ وَعُثْمَانُ فِي الْجَنَّةِ وَطَلْحَةُ فِي الْجَنَّةِ وَالزُّبَيْرُ فِي الْجَنَّةِ وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ فِي الْجَنَّةِ وَسَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ فِي الْجَنَّةِ وَسَعِيدُ بْنُ زَيْدِ بْنِ عَمْرِو بْنِ نُفَيْلٍ فِي الْجَنَّةِ وَأَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ فِي الْجَنَّةِ

Abu Bakr is in Paradise, ‘Umar is in Paradise, ‘Alee is in Paradise, ‘Uthmaan is in Paradise, Talhah is in Paradise, Az-Zubayr is in Paradise, ‘Abdur-Rahmaan Ibn ‘Awf is in Paradise, Sa’d Ibn Abee Waqqaas is in Paradise, Sa’eed Ibn Zayd Ibn ‘Amr Ibn Nufayl is in Paradise, and Abu ‘Ubaydah Ibn Al-Jarraah is in Paradise.

→→ It also has other supporting narrations by way of Sa’d Ibn Zaid (radiallahu anhu) from Ahmad (1/187-188) and At-Tirmithee (no. 3747).



→→ Al-Hakim narrated - declaring it sahih - from,
Ibn Mas`ud (radiallahu anhu) 
 who said the Prophet said: "A man from the dwellers of Paradise is about to come into your sight." Whereupon Abu Bakr came and sat among them.2 The Prophet had already given him the glad tidings of Paradise before that occasion. Meaning: When he said: "Abu Bakr is in Paradise, `Umar is in Paradise, `Uthman is in Paradise, `Ali is in Paradise, Talha is in Paradise, al-Zubayr [ibn al-`Awwam] is in Paradise, `Abd al-Rahman ibn `Awf is in Paradise, Sa`d [ibn Abi Waqqas], Sa`id [ibn Zayd ibn `Amr] is in Paradise, and Abu `Ubayda ibn al-Jarrah is in Paradise."



(Narrated from `Abd al-Rahman ibn `Awf and Sa`id ibn Zayd in the Sunan and Ahmad in his Masnad).


→→ Abu Daoud in his book , narrates from ,
Saeed bin Zaid (ra) said: 
I bear witness, I heard the messenger of Allah (s) say: Ten are in Paradise: The prophet is in Paradise, Abu Bakr in Paradise, Talha in Paradise, Omar in Paradise, 'Uthman in Paradise, Saad bin Malik in Paradise, and AbdulRahman bin `Awf in Paradise. If you wish I could tell you the tenth? He said. They said: Who is he? He said: Saeed bin Zaid."

1. Abu Bakr in Paradise,

2. Talha in Paradise,

3. Omar in Paradise,

4. 'Uthman in Paradise,

5. Saad bin Malik in Paradise, and

6. AbdulRahman bin `Awf in Paradise.

7. Saeed bin Zaid."

→→ al-Tirmithi in his book under #3747, narrates from,
Abdur-Rahmaan Ibn ‘Awf (radiallahu anhu) 
The prophet (s) said: Abu Bakr in Paradise, Omar in Paradise, 'Uthman in Paradise, Ali in Paradise, Talha in Paradise, al- Zubair (bin al-'Awwam) in Paradise, AbdulRahman bin `Awf in Paradise, Saad (bin Abi Waqqass) in Paradise, Saeed (bin Zaid), and abu 'Ubaida bin al- Jarrah in Paradise." 


1. Abu Bakr in Paradise,

2. Omar in Paradise,

3. 'Uthman in Paradise,

4. Ali in Paradise,

5. Talha in Paradise,

6. al- Zubair (bin al-'Awwam) in Paradise,

7. AbdulRahman bin `Awf in Paradise,

8. Saad (bin Abi Waqqass) in Paradise,

9. Saeed (bin Zaid), and

10. abu 'Ubaida bin al- Jarrah in Paradise."


→→ al-Tirmithi , under #3748, narration by "

Saeed bin Zaid (ra) said: 
that the prophet (s) said in a number of people, ten are in Paradise: Abu Bakr in Paradise, Omar in Paradise, 'Uthman, Ali, al-Zubair, Talha, AbdulRahman, Abu 'Ubaida, and Saad bin Abi Waqqass. He counted these nine and was quite about the tenth. They said: By Allah, abu-alAawar (i.e. Saeed), who is the tenth? He said: You swore by Allah - abu-alAawar is in Paradise." al-Tirmithi commented that abu-alAawar is Saeed bin Zaid bin Amr bin Nawfal.


1. Abu Bakr in Paradise,

2. Omar in Paradise,

3. 'Uthman,

4. Ali,

5. al-Zubair,

6. Talha,

7. AbdulRahman,

8. Abu 'Ubaida,

9. and Saad bin Abi Waqqass.

10. abu-alAawar -> Saeed bin Zaid bin Amr bin Nawfal.








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন